Airtel IPTV Plans: এয়ারটেলের নতুন ধামাকা IPTV প্ল্যান, হাই স্পিড ইন্টারনেটের সঙ্গে বিনোদন পেতে খরচ কত?

Airtel New Plan: এয়ারটেল নিয়ে এল আইপিটিভি প্ল্যান। এই প্ল্যানে রয়েছে হাই স্পিড ইন্টারনেট, টিভি চ্যানেল এবং বিনোদনের অন্য যাবতীয় অফার। তার জন্য কী কী রিচার্জ প্ল্যান রয়েছে?

Airtel New Plan: এয়ারটেল নিয়ে এল আইপিটিভি প্ল্যান। এই প্ল্যানে রয়েছে হাই স্পিড ইন্টারনেট, টিভি চ্যানেল এবং বিনোদনের অন্য যাবতীয় অফার। তার জন্য কী কী রিচার্জ প্ল্যান রয়েছে?

author-image
IE Bangla Tech Desk
New Update
airtel

এয়ারটেলের নতুন ধামাকা IPTV প্ল্যান

Airtel: দু'হাজারটি শহরে এয়ারটেল চালু করল আইপিটিভি প্ল্যান বা পরিষেবা। এই প্ল্যানে রয়েছে হাই স্পিড ইন্টারনেট, টিভি চ্যানেল এবং বিনোদনের অন্য যাবতীয় অফার রয়েছে। এয়ারটেলের এই নতুন আইপিটিভি প্ল্যান চালু হয়েছে ৬৯৯ টাকা থেকে। এই রিচার্জে পাওয়া যাবে ৩৫০টি টিভি চ্যানেল, হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা। দোসর নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, অ্যাপল টিভি+, Zee 5 সহ আরও বেশ কয়েকটি ওটিটি পরিষেবা। এয়ারটেলের আইপিটিভি প্ল্যান প্রথমবার নেওয়ার সময় গ্রাহককে বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে অবশ্য Airtel Thanks App থেকে প্ল্যানটি কিনতে হবে। এই অ্যাপ থেকে যদি কেউ প্ল্যান কেনে তাহলে ৩০ দিনের একটা বিনামূল্যে IPTV পরিষেবা পাবে।   

Advertisment

দিল্লি , রাজস্থান এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে এয়ারটেলের নতুন পরিষেবা এখনও চালু হয়নি। তবে সংস্থাটি জানিয়েছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওই অঞ্চলগুলিতেও আইপিটিভি পরিষেবা চালু হয়ে যাবে। এখনও পর্যন্ত সময়সীমা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। তাই মনে করা হচ্ছে এয়ারটেলের আইপিটিভি পরিষেবা পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এয়ারটেলের নতুন আইপিটিভি প্ল্যানগুলি উপভোগ করতে, কেবল ওয়াই-ফাই প্ল্যান সহ আইপিটিভি বান্ডেলটি কিনতে পারেন। নিকটতম এয়ারটেল স্টোরেই এটি পেয়ে যাবেন। 

যদি আপনি হাই স্পিড ব্রডব্যান্ড গতি চান, তাহলে ৮৯৯ টাকার প্ল্যানটিতে ১০০ এমবিপিএস ইন্টারনেট স্পিড পাওয়া যাবে। সেই সঙ্গে ৩৫০টি টিভি চ্যানেল এবং ২৬টি স্ট্রিমিং প্ল্যাটফর্মের অ্যাক্সেস রয়েছে। যারা Apple TV+ এবং হাই স্পিড ইন্টারনেট পরিষেবা চান তাদের জন্য ১,০৯৯ টাকার প্ল্যানটি আরও যুক্তিসঙ্গত। কারণ এটি ২০০ Mbps ইন্টারনেট গতি, ২৮টি স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং ৩৫০টি টিভি চ্যানেলের অ্যাক্সেস পাওয়া যাবে। 

এছাড়াও রয়েছে ১,৫৯৯ টাকার প্ল্যান, যার মধ্যে রয়েছে ৩০০ এমবিপিএস ওয়াই-ফাই, নেটফ্লিক্স সহ ২৯টি স্ট্রিমিং অ্যাপ এবং ৩৫০টি টিভি চ্যানেলের অ্যাক্সেস। সবচেয়ে ব্যয়বহুল প্ল্যান হল ৩,৯৯৯ টাকার। ১ জিবিপিএস সংযোগ, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এবং অ্যাপল টিভি+ সহ ২৯টি স্ট্রিমিং অ্যাপ এবং ৩৫০টি টিভি চ্যানেল দেখার সুযোগ রয়েছে।

airtel