Aishwarya Rai Bachchan: শশুরবাড়ি ছেড়েছেন ঐশ্বর্য্য? মায়ের স্বার্থেই বড় সিদ্ধান্ত নিয়েছেন? সামনে এল বড় সত্যি!

Aishwarya Rai Bachchan: সম্প্রতি অভিষেক ও ঐশ্বর্যকে একসঙ্গে দেখা গেছে পরিবারের বিবাহ অনুষ্ঠান, আরাধ্যার স্কুলের ফাংশন ও অনন্ত আম্বানির বিয়ের উৎসবে।

Aishwarya Rai Bachchan: সম্প্রতি অভিষেক ও ঐশ্বর্যকে একসঙ্গে দেখা গেছে পরিবারের বিবাহ অনুষ্ঠান, আরাধ্যার স্কুলের ফাংশন ও অনন্ত আম্বানির বিয়ের উৎসবে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
aish abhi

যা জানা গেল... Photograph: (File)

বলিউড দম্পতি ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা গুজব ছড়িয়েছে। বিশেষ করে তাদের যৌথ উপস্থিতি কমে যাওয়া এবং অভিষেকের সোশ্যাল মিডিয়ায় বিবাহবিচ্ছেদ–সম্পর্কিত একটি পোস্টে, লাইক দেওয়ার ঘটনা সেই জল্পনা আরও জোরালো করেছিল। তবে সম্প্রতি প্রহ্লাদ কক্কর এই গুঞ্জন একেবারেই ভিত্তিহীন বলে দাবি করেছেন।

Advertisment

মুম্বইয়ে ঐশ্বর্যর বাবার বাড়ির একই আবাসনে থাকেন প্রহ্লাদ। তিনি জানান, অভিনেত্রী সেখানে মূলত অসুস্থ মায়ের পাশে সময় কাটান। তাঁর কথায়, “প্রতিদিনই দেখি, আরাধ্যাকে স্কুলে নামিয়ে দেওয়ার পর ঐশ্বর্যর হাতে কয়েক ঘণ্টা সময় থাকে। সেই সময় তিনি মায়ের সঙ্গে কাটান, তারপর মেয়েকে নিয়ে সোজা বাড়ি ফিরে যান। তাঁদের বিচ্ছেদ নিয়ে অযথা ভুল ব্যাখ্যা করা হচ্ছে।”

বচ্চন পরিবারের সঙ্গে অভিনেত্রীর দূরত্বের গুঞ্জন সম্পর্কেও কক্কর স্পষ্ট মন্তব্য করেন, “এসব নিছক গুজব। তিনি এখনও পরিবারের বউমা, এখনও বাড়িটি সামলান। রবিবারে বা ছুটির দিনে তিনি মায়ের কাছে যান না। মাঝে মধ্যে অভিষেকও আসেন। তাহলে বলাই যায়, এর মধ্যে আলাদা হয়ে যাওয়ার মতো কিছু নেই।”

Advertisment

যদিও তাঁদের দুজনের কেউই তাঁদের বিচ্ছেদ নিয়ে কখনোই কোনও মন্তব্য করেননি। তবে, নানাভাবে তাঁরা ইঙ্গিত দিয়েছেন, যে সংসার আলাদা হওয়ার কোনও প্রশ্নও নেই তাঁদের কাছে। প্রহ্লাদের কথায়, “তারা কখনও গুজবের জবাব দেন না। সবসময় মর্যাদা রক্ষা করেছেন। এটিই তাদের শক্তি।”

যদিও গুঞ্জন থামেনি, তবুও সম্প্রতি অভিষেক ও ঐশ্বর্যকে একসঙ্গে দেখা গেছে পরিবারের বিবাহ অনুষ্ঠান, আরাধ্যার স্কুলের ফাংশন ও অনন্ত আম্বানির বিয়ের উৎসবে। দম্পতি সম্প্রতি মেয়েকে নিয়ে তাদের ১৮তম বিবাহবার্ষিকীও উদযাপন করেছেন, যা কার্যত সমস্ত জল্পনার জবাব হয়ে উঠেছে।

Aishwarya Rai Bachchan amitabh bachchan Abhishek Bacchan