New Update
/indian-express-bangla/media/media_files/G1go6dnqqVTUo9W7yer9.jpg)
Abhishek-Aishwarya: তাঁদের ডিভোর্স নিয়ে চর্চা তুঙ্গে...
Abhishek-Aishwarya: তাঁদের ডিভোর্স নিয়ে চর্চা তুঙ্গে...
বলিউডে নাকি ঘর ভাঙছে ঐশ্বর্য-অভিষেকের। এই ঘটনা নিয়ে আলোচনা তুঙ্গে। বচ্চন পরিবারের ডিভোর্স নিয়ে যে ধরনের কথা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে বেশিরভাগই দোষ দিচ্ছেন শ্বেতা এবং জয়া বচ্চনের ওপর।
এই দুজনের কারণেই নাকি অভিনেত্রী ভাল নেই নিজের সংসারে। বাড়ি থেকে মেয়েকে নিয়ে বেরিয়ে গিয়েছেন তিনি। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, এখন নাকি বাপের বাড়িতে থাকেন ঐশ্বর্য। আম্বানি পরিবারের বিয়ে থেকেই এসব আলোচনার আরও বেশ করে সুত্রপাত।
যদিও বা একটু খেয়াল করলে দেখা যাবে, একদম শুরুতে কিন্তু ঐশ্বর্যর সঙ্গে মোটেই সম্পর্ক খারাপ ছিল না শ্বেতা এবং জয়ার। অনেক বছর আগে কফি উইথ করনের একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে, হেমা মালিনীর সঙ্গে জয়া বচ্চন এসেছিলেন সেই শোয়ে। সঙ্গে, দুই মেয়ে এশা দেওল-শ্বেতা বচ্চন।
সেখানেই দেখা গেল, জয়াকে করণ জিজ্ঞেস করেছিলেন অভিষেকের জন্য বিবাহিত জীবনের কোনও টিপস? জয়া উত্তরে বলেছিলেন, খারাপ আচরণের চেষ্টা করলে দাঁড়িপাল্লা পরিবর্তন হতে চলেছে। অন্যদিকে, ঐশ্বর্যর জন্য তিনি টিপস দেন, যতটা ও এখন ভালবাসে অভিষেককে, এবং মর্যাদা দেয়, সেটাই বজায় রাখা উচিত।
মন্তব্য করতে বাদ পড়েননি শ্বেতা নিজেও। তখন নববধূ ঐশ্বর্যকে নিয়ে তিনি বলেছিলেন, "ও পারফেক্ট! আমাদের মনে হয় না, ওর কোনও টিপস দরকার।" এখানেই শেষ না, শ্বেতা আরও বলেছিলেন, "ওর যা ধৈর্য আছে, সেটা অনেক দূর ওকে নিয়ে যাবে। বিশেষ করে অভিষেকের সঙ্গে তো ওর অনেক ধৈর্য।"