New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/aish_c2c538.jpg)
ভাইরাল সেইসব ছবি...
Aishwarya-Abhishek; কানাঘুষো খবর, পরিবারের দুই মুখ্য নারীর জন্যই নাকি ঐশ্বর্য এবং অভিষেকের দাম্পত্য ভাঙতে বসেছে। যদিও, দুজনের কেউই এই প্রসঙ্গে বিবৃতি দেননি।
ভাইরাল সেইসব ছবি...
ঐশ্বর্য এবং অভিষেকের বিয়ে পরবর্তী সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। দুই তারকা নাকি বিচ্ছেদের পথে এগোচ্ছেন? যদিও আম্বানি পরিবারের বিয়েতে তাঁরা আলাদা আলাদা এলেও, অন্দরে একসঙ্গেই সময় কাটিয়েছেন তারা।
কানাঘুষো খবর, পরিবারের দুই মুখ্য নারীর জন্যই নাকি ঐশ্বর্য এবং অভিষেকের দাম্পত্য ভাঙতে বসেছে। যদিও, দুজনের কেউই এই প্রসঙ্গে বিবৃতি দেননি। কিন্তু, দুজনের বিয়ে যখন হয়েছিল, বলিউডে বসেছিল বিয়ের আসর। নানা নিরাপত্তার মোড়কে ঘোড়ায় চেপেছিলেন অভিষেক।
সেদিনের সেইসব মুহূর্ত কেমন ছিল?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাদের বিয়ের ছবি। যেখানে দেখা যাচ্ছে ঐশ্বর্য এবং অভিষেক বসে রয়েছেন। সম্ভবত তাদের বিয়ের সঙ্গীত অনুষ্ঠান। সেখানে পারফর্ম করছেন অমিতাভ এবং জয়া। সকলেই বেজায় খুশি। হাসছেন ঐশ্বর্য। এখানেই শেষ না। একটি ছবিতে দেখা গেল, শ্বেতা নিজেও নাচতে ব্যস্ত। অমিতাভের তখন অনেকটাই কম বয়স।
ছেলেকে বিয়েতে পাঠানোর আগে জয়াকে নানা নিয়ম পালন করতে দেখা যায়। এখানেই শেষ না, সকলের পোশাক একই রঙের। আইভরি রঙের পোশাকে জড়ি দিয়ে কাজ। সেজেছিলেন একইরকম। আর এই ছবি ভাইরাল হতেই বেশিরভাগ কটাক্ষ করলেন জয়া এবং স্বেতাকে।
তাঁরা বলছেন, এই বিয়েটা না হওয়াই উচিত ছিল। আবার কেউ বলেন, বচ্চনরা সফল, বৌমাকে বাড়ি থেকে বের করে দিতে। আবার কেউ বললেন, এভাবেই রাত পেরোলে সব পাল্টে যায়, শ্বেতা খুব খারাপ করলে তুমি।