Kaun Banega Crorepati Bachchan family: 'কৌন বনেগা ক্রোড়পতি' ভারতীয় টেলিভিশনের সবচেয়ে সফল নন-ফিকশন শোগুলির অন্যতম। একটা সময় শোনা গিয়েছিল যে দশম সিজনের পরে আর নতুন কোনও সিজন আসবে না। কিন্তু গত বছরেই ঘোষণা হয় ১১তম সিজনের এবং এই সিজনের হোস্ট হিসেবে যে বিগ বি-কেই পাবেন দর্শক, সেই কথাও জানা যায়। দর্শক খুশি তো বটেই, পাশাপাশি বচ্চন পরিবারেও বেশ খুশির মেজাজ কারণ পরিবারের সবাই এই শোয়ের ফ্যান।
মিস মালিনী ডট কম-এর একটি প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি অমিতাভ একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে তাঁর পরিবারের সদস্যরা অবসর পেলেই এই গেম খেলে থাকেন নিজেদের মধ্যে। অমিতাভ বলেন, ''আমার পরিবারের সদস্যরা কেবিসি খেলতে ভালবাসেন। কখনও শ্বেতা খেলে, কখনও ঐশ্বর্য খেলে। আমরা সবাই একসঙ্গে বসি আর তার পরে প্রশ্ন-উত্তর আলোচনা করি। এমনকী আরাধ্যাও এখন শো দেখে, আমাকে প্রশ্ন করে আর আমরা যখন একসঙ্গে বসে খেলি তখন আরাধ্যাও উত্তর দেওয়ার চেষ্টা করে।''
বচ্চন পরিবার। ছবি: বিগ বি-র ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন: ‘দিল চাহতা হ্যায়’ সিকোয়েল কবে, জানালেন অক্ষয় খন্না
তবে বচ্চন পরিবারে কেবিসি-র সবচেয়ে বড় ফ্যান সম্ভবত জয়া বচ্চন। অমিতাভ জানালেন, ''জয়া যে কাজই করুন না কেন, কেবিসি শুরু হলে সব কাজ ফেলে রেখে তিনি টিভির সামনে বসবেনই। এর জন্য একবার অন্তত প্রকাশ্যে জয়াকে ধন্যবাদ জানানো উচিত আমার।'' বিগ বি হলেন বলিউডের প্রথম কিংবদন্তি তারকা যিনি টেলিপর্দার কোনও শো হোস্ট করেছেন। সেই সময় তাঁর এই পদক্ষেপকে অনেকেই একটু আড়চোখে দেখেছিলেন। এমনকী তাঁর পরিবারের সদস্যরাও সিদ্ধান্তটা নিয়ে খুব একটা নিশ্চিত ছিলেন না।
আরও পড়ুন: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী বিদ্যা সিনহা
অমিতাভ ওই সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে পরিবারের সদস্যদের কিঞ্চিৎ সংশয় থাকা সত্ত্বেও অমিতাভ এই শোয়ের জন্য হ্যাঁ বলেছিলেন কারণ তাঁর এই শোয়ের আইডিয়াটি ভাল লেগেছিল। বলা ভাল, বেশ অন্য রকম ঠেকেছিল গোটা ব্যাপারটা তাঁর কাছে। তাই রিস্কটা নিয়েই ফেলেছিলেন।