শুক্রবার সাত বছরে পা দিলেন ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মেয়ে আরাধ্যা বচ্চন। আর সেই উপলক্ষে খুঁদের সঙ্গে আনন্দে মাতলেন বচ্চন পরিবার। পার্টিতে এদিন হাজির ছিলেন পুরো বচ্চন পরিবার। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন,শ্বেতা প্রত্যেকে আসেন বাড়ির খুদে সদস্যকে শুভেচ্ছা জানাতে। পার্টিতে দেখা গেল আরাধ্যার কচিকাঁচাদে ভিড়, সঙ্গে দেখা মিলল দিদা বৃন্দা রাইকেও। হলুদ রঙয়ের ড্রেসে উপস্থিত বার্থ ডে গার্লকে সুন্দর দেখাচ্ছিল। শাটারবার্গদের সামনে পোজও দিলেন খুদে তারকা।
শুক্রবার অভিষেক বচ্চন ইনস্টাগ্রামে তার মেয়েকে একটি স্পেশাল মেসেজ লেখেন সঙ্গে জুড়ে দেন একটা ইলাস্ট্রেশনও।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/aaradhya-birthday-21.jpg)
মায়ের সঙ্গে পার্টিতে ঢুকছেন বার্থ ডে গার্ল। Photo: Varinder Chawla
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/aaradhya-birthday-5.jpg)
সাধারণ পোশাকে অভিষেক বচ্চন। Photo: Varinder Chawla
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/aaradhya-birthday-11.jpg)
নাতনির সঙ্গে রঙ মিলিয়ে পোশাক জয়া বচ্চনের। Photo: Varinder Chawla
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/aaradhya-birthday-31.jpg)
এলেন শ্বেতা বচ্চন। আরাধ্যার জন্মদিন বলে কথা।Photo: Varinder Chawla
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/aaradhya-birthday-4.jpg)
গ্রান্ড এন্ট্রি অমিতাভ বচ্চনের। Photo: Varinder Chawla
দাদু অমিতাভ ব্চ্চনও ব্লগে নাতনিকে চিঠি লেখেন। সব মিলিয়ে জমজমাট ছিল বচ্চন পরিবারের মেয়ের জন্মদিন।