ঐশ্বর্য-আরাধ্যা করোনা মুক্ত, হাসপাতাল থেকে ছুটি

১০ দিনেই কোভিড মুক্ত হয়েছেন ঐশ্বর্য ও তার মেয়ে।

১০ দিনেই কোভিড মুক্ত হয়েছেন ঐশ্বর্য ও তার মেয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বলিউড অভিনেতা ঐশ্বর্য রাই এবং কন্যা আরাধ্যা বচ্চন করোনা মুক্ত। সোমবার মুম্বইয়ের নানাবতী হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে মা ও মেয়েকে, টুইট করে সেই বার্তাই দিয়েছে অভিষেক বচ্চনষ।

Advertisment

তিনি টুইট করে বলেন, “প্রার্থনা ও শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ। চিরকালের জন্য ঋণী থাকব আমি। ঐশ্বর্য এবং আরাধ্যার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা এখন বাড়িতে কোরেন্টাইনে থাকবে। আমি এবং বাবা এখনও ডাক্তারদের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি আছি।”

Advertisment

অভিষেক বচ্চন আরও জানিয়েছেন, যে তিনি এবং তাঁর বাবা নানাবতী হাসপাতালে কোভিড-১৯ এর সঙ্গে লড়ছেন তবে চিকিত্্সায় আসতে আসতে সেরে উঠছেন। ৭৭ বছরের কিংবদন্তি এবং ৪৪ বছরের পুত্র অভিষেক করোনা ধরা পড়ার পরেই নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন জুলাইয়ের ১১ তারিখ। এর একসপ্তাহ পরে ঐশ্বর্য এবং আরাধ্যাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। তার আগে মা এবং কন্যা বাড়িতেই সেল্ফ কোয়ারেন্টানে ছিলেন। অর্থাত্্ ১০ দিনেই কোভিড মুক্ত হয়েছেন ঐশ্বর্য ও তার মেয়ে।

Read the full story in English

Abhishek Bachchan Aishwarya Rai Bachchan