৭২ তম কান চলচ্চিত্র উৎসবে নিজের প্রথম লুকেই বাজিমাৎ করেছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। ফরাসি তটভূমি থেকে নিজের ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করে দর্শককুলকে উন্মত্ত করেছিলেন ঐশ্বর্য। মঙ্গলবার সকালে, বলিউড ডিভার পোস্ট করা ছবিতে মাতোয়ারা অনুগামীরা। কানের বিভিন্ন লুকের ছবি সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করলেন ঐশ্বর্য রাই বচ্চন।
কানের বার্ষিক গালা অনুষ্ঠানে এই নিয়ে ১৮ বার রেড কার্পেট মাতাচ্ছেন রাই সুন্দরী। প্রথম দিন কন্যাকে নিয়ে হাঁটতে দেখা গিয়েছিল ঐশ্বর্যকে। মায়ের হাতে হাত রেখে ক্যামেরায় পোজ দিয়েছে আরাধ্যা বচ্চন। এমনকী লা বেলে ইপোক ও অ্য হিডেন লাইফ ছবির স্ক্রিনিংয়েও হাজির ছিলেন ঐশ্বর্য।
View this post on Instagram????My Sunshine Forever☀️????✨ ????LOVE YOU ❤️
A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on
View this post on Instagram✨????Thank you for All your Love ???? ✨
A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on
আরও পড়ুন, ঐশ্বর্য রাইয়ের মিম মুছে ক্ষমা প্রার্থনা বিবেকের
নামী একটি প্রসাধনী ব্র্যান্ডের প্রতিনিধি হয়েই কানে গিয়েছেন বছর ৪৫ এর অভিনেত্রী। সেলুলয়েডে শেষ তাঁকে দেখা গিয়েছে ফ্যানি খান ছবিতে। অনিল কাপুর, রাজকুমার রাও ও দিব্যা দত্তার সঙ্গে অভিনয় করেছিলেন ছবিতে।
ঐশ্বর্য রাই বচ্চনের আগে প্রিয়াঙ্কা চোপড়া, হিনা খান, কঙ্গনা রানাওয়াত, হুমা কুরেশি, ডিয়ানা পেন্টি, দীপিকা পাডুকোন, সোনম কাপুর, মল্লিকা শারাওয়াতের মতো ভারতীয় সুন্দরীরা মাতিয়েছেন কান ২০১৯-এর রেড কার্পেট।
Read the full story in English