অভিষেক বচ্চনের দাম্পত্য জীবনের অবস্থা মোটেই ভালো নয়। সেকথা খুব ভালো করে জানেন অমিতাভ বচ্চন। তাই গতকাল যখন অভিষেক নতুন সূচনা করলেন। তখন বাবা অমিতাভ কী বললেন?
কথা বলতে চান অভিষেক। কিন্তু কি নিয়ে কথা বলতে চান সেটাই এখনও পরিষ্কার নয়। তবে গতকাল প্রকাশ্য এসেছে একটি ট্রেলার, যেখানে দেখা যাচ্ছে অভিষেক বলছেন, কথা বলতে চাই। তাঁকে বলতে শোনা গেল, আমি শুধু কথা বলতে ভালোবাসি না, বরং আমি বাঁচার জন্যই কথা বলি।
একদিকে যখন ঐশ্বর্য এবং অভিষেকের সম্পর্কিত নানা ধরনের আলোচনা, তাদের বিচ্ছেদের কথা শোনা যাচ্ছে বহুদিন ধরেই। ঠিক তখনই অভিষেক, নিজের নতুন শুরুর কথা এমন ভাবে জানালেন, যেন এটা তার মনের কথা। তাকে আরো বলতে শোনা গেল, জীবিত এবং মৃত ব্যক্তির মধ্যে এই একটাই তফাৎ আমি মনে করি। জীবিত মানুষরা বলতে পারেন আর মৃত ব্যক্তিরা বলতে পারেন না।
আসলে সুজিত সরকারের সঙ্গে নতুন একটা ছবি করছেন অভিষেক। কিন্তু তার পাশাপাশি, নিম্রত করের সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে ধোঁয়া উঠছে, সেটিও ভালো চোখে দেখছেন না নেট নাগরিকরা। কেউ কেউ তার ট্রেলারের লাইন ধরেই বললেন, যে আপনার কথা বলার কোন দরকার নেই কারণ আপনি সেটা ডিজার্ভ করেন না।
শেষ কিছু দিনে জানা যাচ্ছে যে, তা সব অভিনেতা নিম্রত কৌরের সঙ্গেই নাকি তার সম্পর্ক ঘনিষ্ট হয়েছিল, যে কারণে ঐশ্বর্যর সঙ্গে দূরত্ব। এদিকে অভিষেকের নতুন শুরুতে, বাবা অমিতাভ কী বলছেন?
তিনি ছেলেকে শুভেচ্ছা জানিয়ে এটাই বলছেন, "বাহ অভিষেক! খুব ভালো, এটা দেখার খুব ইচ্ছে রইল, তোমাকে অনেক ভালোবাসা।" উল্লেখ্য অমিতাভ কিছুদিন আগে এটা ৮২ বছরের জন্মদিন পালন করেছেন। সেদিন কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে হাজির ছিলেন আমি এবং তার ছেলে জুনায়েদ। শেষ কিছু মাসে অমিতাভকে রজনীকান্তের ছবিতে দেখা গিয়েছিল। তারও আগে অশ্বথামা হিসেবে তিনি, যথেষ্ট প্রশংসা পেয়েছেন।