Aishwarya Rai Bachchan - Abhishek Bachchan: অভিষেককে স্টেজ থেকে নামতে দেখেই উত্তেজিত ঐশ্বর্য, প্রকাশ্যেই যা করলেন...

Aishwarya Rai Bachchan divorce: ডিভোর্সের চর্চা তুঙ্গে। যদিও এই নিয়ে কেউ মুখ খোলেননি। কিন্তু বেশিরভাগই ধারণা করে নিয়েছেন যে একসঙ্গে তাঁরা থাকছেন না। তাই হয়তো বা, বিচ্ছেদ হতেই পারে।

Aishwarya Rai Bachchan divorce: ডিভোর্সের চর্চা তুঙ্গে। যদিও এই নিয়ে কেউ মুখ খোলেননি। কিন্তু বেশিরভাগই ধারণা করে নিয়েছেন যে একসঙ্গে তাঁরা থাকছেন না। তাই হয়তো বা, বিচ্ছেদ হতেই পারে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
aishwarya rai bachchan

Abhishek-Aishwarya: দেখুন সেই ভিডিও...

 বলিউডে যেমন নতুন সম্পর্কের জন্ম হয়, তেমনই অনেক পুরোনো সম্পর্ক বেশ কঠিন সময়ের মধ্যে দিয়েই দিন পার করে। সেরকমই এখন সবথেকে বেশি চর্চায় ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন। তাঁদের যখন বিয়ে হয়েছিল, তখন যেমন আলোচনা হয়েছিল, আজও তাঁর ব্যতিক্রম না।

Advertisment

কানাঘুষো শোনা যাচ্ছিল যে অভিষেক এবং ঐশ্বর্যর সম্পর্কে নাকি ভাঙন ধরেছে। বিশেষ করে আম্বানি বাড়ির বিয়েতে তাঁরা একসঙ্গে না আসতেই আরও জোরালো হয় চর্চা। ঐশ্বর্য এবং অভিষেকের সংসারে যে ভাঙন ধরছে তাঁর জন্য অভিযোগের তীর যায় শ্বেতা এবং জয়া বচ্চনের কাঁধে। তবে, আজ ফের একবার তাঁদের পুরোনো ভিডিও ভাইরাল।

IIFA পুরস্কারের মঞ্চে মেয়েকে নিয়ে ঐশ্বর্য দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছেন। এখন বেশিরভাগ সময় তিনি মেয়ে আরাধ্যাকে নিয়েই সব জায়গায় যান। এবারও ব্যতিক্রম না। বরং, মেয়েকে নিয়ে বেশ কিছু প্রশ্ন তাঁকে করা হলে, তিনি সোজা সাপটা উত্তর দিয়েই মন কেড়ে নেন। আর চর্চায় যখন IIFA পুরস্কার, তখন ঐশ্বর্য এবং অভিষেকের সেই পুরোনো ভিডিও নিয়ে কথা উঠবেই।

Advertisment

বেশ কিছুবছর আগে, iifa অনুষ্ঠান উপলক্ষে পারফর্ম করেছিলেন অভিষেক। সেখানে তিনি স্টেজ থেকে নেমে এসে  ঐশ্বর্যর সামনে দাঁড়িয়ে নাচ করতে থাকেন। এবং বিশ্বসুন্দরী, নিজেও তাঁর কাছের মানুষের ডাকে সাড়া দিয়ে দিব্যি হাত পা নাচাতে থাকেন। এমনকি, চিৎকার করে এমনও বলতে থাকেন, সোনা তুমি যে কি ভাল নাচলে, সেকথা আমি ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারব না।

সেই ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমের পাতায়। পুরোনো দিনের ঐশ্বর্য এবং অভিষেকের মুহূর্ত যেন আবারও একরাশ দুঃখের ডাক দিয়েছে অনুরাগীদের মধ্যে।

Bollywood Celeb Home bollywood actress Bollywood Couple Bollywood Actor Aishwarya Rai Bachchan Abhishek Bachchan