Aishwarya-Manisha News: বিটউনের অন্দরে 'ক্যাট ফাইট' খুবই চেনা ছবি। নয়ের দশকের দুই নামজাদা অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন ও মনীষা কৈরালার 'ক্যাট ফাইট'-ও এখন পেজ ৩-এর চর্চিত টপিক। দুই অভিনেত্রীর যুদ্ধের নেপথ্য কারন ছিল ত্রিকোণ প্রেম! প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য আর মনিশার মধ্যে নাকি 'স্যান্ডুইচ' হয়েছিলেন মডেল রাজীব মূলচন্দানি। বিনোদন দুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল মনীষা ও রাই সুন্দরীর অর্ন্তদ্বন্দ্ব। দিল সে খ্যাত নায়িকার বিরুদ্ধে ঐশ্বর্যর অভিযোগ, মনীষা মডেল রাজীব মূলচন্দানির সঙ্গে প্রেমের গুজব ছড়িয়েছিলেন। বচ্চন বধূ যখন বম্বে সিনেমায় মনীষার অভিনয়ের প্রশংসা করছিলেন তখন রাজীবের বিষয়টি জানতে পারেন। আরও বেশি অবাক হয়েছিলেন, যখন জেনেছিলেন মনীষা প্রকাশ্যে বলেছিলেন রাজীবের ব্যাগ থেকে তিনি ঐশ্বর্যর জন্য লেখা প্রেমপত্র পেয়েছেন।
অভিনেত্রীর উপর ক্ষোভ উগরে দিয়ে রাই সুন্দরী বলেছিলেন, এই বিষয়টাকে সামনে আনতে মনীষার ন'মাস কেন সময় লাগল? প্রসঙ্গত, মনিশার সঙ্গে রাজীবের প্রেমের গুঞ্জন ছিল। যদিও সেই খবরে কোনওদিন সিলমোহর দেননি অভিনেত্রী। কিন্তু, মিডিয়া রিপোর্ট মোতাবেক মনীষা আর রাজীবের সম্পর্ক ভাঙার নেপথ্যে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। তাঁর বিরুদ্ধে এইরকম অভিযোগ শুনে রাই সুন্দরীর মাথায় আকাশ ভেঙে পড়েছিল।
একটি সংবাদমাধ্যমকে ঘটনার বিবরণ দিতে গিয়ে ঐশ্বর্য বলেন, 'আমি মনীষার বম্বে সিনেমাটা দেখেছিলাম। ওঁর অভিনয় ভীষণ ভাল লেগেছিল। ভেবেছিলাম একটি ফুলের তোড়া পাঠাব। তখনই রাজীব আমাকে ফোন করেন। উচ্ছ্বসিত হয়ে ওকে মনিশার কথা বলেছিলাম। তখন আমাকে বললেন, আমি নিশ্চয়ই সংবাদপত্র পড়িনি। শুনে একটু চমকে গেলাম। তারপর আমাকে রাজীবই বললেন, মনীষা দাবি করেছেন, আমার ব্যাগ থেকে আপনার জন্য লেখা প্রেমপত্র পেয়েছেন। এই কথাটা শুনে পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল।'
তিনি কিছুটা হতাশ হয়ে বলেছিলেন, 'ত্রিকোণ প্রেমের এই অভিযোগ তাঁর কেরিয়ারে প্রভাব ফেলেছিল। অনেক কেঁদেছিলাম। আমি ভাবতেই পারিনি আমার পিছনে এইসব ঘটে গিয়েছে।' তর্ক-বিতর্ক যখন চরমে পৌঁছেছিল তখন নিজের পক্ষে সাফাই দিয়ে বম্বে খ্যাত নায়িকার বক্তব্য, তাঁকে বক্তব্যের বুল ব্যখা করা হয়েছে। ধীরে ধীরে বিতর্ক থেকে দুজনেই সরে আসেন। তবুও ইন্ডাস্ট্রির প্রথমসারির দুই অভিনেত্রীর ক্যাট-ফাইট আজও বিনোদনের হট গসিপ।