Advertisment

Aishwarya Rai Bachchan-Aradhya: আরাধ্যার প্রতি কঠোর নজর রেখেছেন ঐশ্বর্য! তাঁর উড়তি বয়সে লাগাম টেনেছেন বিশ্বসুন্দরী…

Aishwarya daughter aradhya: প্রতিদিন রুটিন মেনেই চলেন আরাধ্যা। ডায়েটের বিশেষ খেয়াল রাখা হয় তাঁর জন্য। মেয়ের প্রতি বিশেষ নজর রাখেন ঐশ্বর্য নিজেও।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Aishwarya rai Bachchan daughter aradhya have some better plans with diet Bollywood

aradhya : বেড়ে ওঠার পথে যা যা করছেন আরধ্যা

মেয়ে যখন ঐশ্বর্য রাইয়ের, তখন ছোট থেকে তাঁর বিশেষ খেয়াল রাখা হবে এটাই স্বাভাবিক। কারণ? বচ্চন পরিবারের মেয়ে হওয়ার পাশাপাশি তাঁকে নিয়ে ছোট থেকেই আলোচনা ছিল সাংঘাতিক।

Advertisment

একে তো, তাঁর কপাল ঢেকে রাখা চুল সবসময় আলোচনার বিষয় ছিল। কিন্তু, একটা সময় পর এবার আম্বানিদের অনুষ্ঠানে তাঁর চুলের ভিন্ন স্টাইল দেখে অনেকেই চমকে উঠেছিল। কিন্তু, মেয়ের যত্ন করতে ভুল হয় না ঐশ্বর্যর। বরং সবটাই নিজের আয়ত্বে রাখেন।

মেয়ে কী খাবে আর কী নয়, সবটাই নজরে থাকে তাঁর। তাই তো এটুকু বয়স থেকেই তাঁকে কড়া নজরে রেখেছেন বিশ্ব-সুন্দরী। শুধু তাই নয়, একদম প্ল্যান করা ডায়েটের বাইরে বেরন না আরাধ্যা। বয়সের তুলনায় আরাধ্যা উচ্চতা বেড়েছে। এখন তাঁর স্কিন গ্লো করছে রীতিমতো। কিন্তু এর পেছনে রয়েছে এক বিরাট রহস্য!

আরও পড়ুন - SRK to Supports KKR: আতঙ্কে কেটেছে কিছুদিন, তবে IPL ফাইনালে শরীরের তোয়াক্কা না করেই চেন্নাই ছুটলেন শাহরুখ

আরাধ্যা আগের থেকে এখন অনেকটাই উৎফুল্ল থাকতে ভালবাসেন। মায়ের সঙ্গে সঙ্গে এখন সে থাকে না। বরং, বেশিরভাগ সময় হাসিমুখে তাকে পোজ দিতে দেখা যায়। কানাঘুষো খবর, আরাধ্যা নাকি ছোট থেকেই পুষ্টিকর এবং ওভার প্রোটিন যুক্ত খাবার খেয়ে বড় হয়েছে সে। এছাড়াও রয়েছে বেশ স্পুনফুল ডায়েট।

সারাদিনে একটা করে অ্যাভোকাডো খান অভিষেক-কন্যা। বাইরের খাবার নৈব নৈব চ। প্রতিদিন রুটিন মেনেই চলেন আরাধ্যা। ডায়েটের বিশেষ খেয়াল রাখা হয় তাঁর জন্য। মেয়ের প্রতি বিশেষ নজর রাখেন ঐশ্বর্য নিজেও।

bollywood Abhishek Bachchan Aishwarya Rai Bachchan Entertainment News aradhya bachchan
Advertisment