Aishwarya Rai Bachchan: আরাধ্যার জন্মদিনেও অনুপস্থিত অভিষেক, 'বাবার সঙ্গে থাকার সুযোগ তো দিন...', প্রশ্নের মুখোমুখি ঐশ্বর্য

Aishwarya And Abhishek: মেয়ের জন্মদিন উপলক্ষে এমন কিছু ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে উপস্থিত নেই অভিষেক। যদিও শেষ অনেক অনুষ্ঠানে অভিষেককে দেখা যায়নি ঐশ্বর্যর সঙ্গে। সেরকমই মেয়ের জন্মদিনটা ও বাদ দিলেন?

Aishwarya And Abhishek: মেয়ের জন্মদিন উপলক্ষে এমন কিছু ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে উপস্থিত নেই অভিষেক। যদিও শেষ অনেক অনুষ্ঠানে অভিষেককে দেখা যায়নি ঐশ্বর্যর সঙ্গে। সেরকমই মেয়ের জন্মদিনটা ও বাদ দিলেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
aishwarya aradhya biryhday

Aradhya - Aishwarya: মেয়ের জন্মদিনে অভিষেক নেই কেন? উঠছে প্রশ্ন...

ঐশ্বর্য এবং অভিষেকের মধ্যে সম্পর্ক কি একেবারেই শেষ? গতকাল বিশ্বসুন্দরী বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। যখন চারপাশে, তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন। এতবছর সংসার ভাঙ্গার ইঙ্গিত ঠিক তখনই...

Advertisment

আরাধ্যা এখন বয়সে অনেকটাই বড়। আগের থেকে এখন সে ক্যামেরা ফ্রেন্ডলি হয়েছে। আম্বানি পরিবারের বিয়ে থেকেই তাঁরা একসঙ্গে আসেননি, সেই থেকেই জল্পনা শুরু। তারপর, থেকে নানা কথা প্রকাশ্যে এসেছে। কেউ বলেছেন বচ্চন পরিবারের ঐশ্বর্যকে বৌমা হিসেবে পাওয়ার যোগ্যতা নেই। আবার কেউ কেউ অভিষেকের পরকীয়া সম্পর্ককে নিয়ে আরও জলঘোলা হয়েছে।

তবে, এবার মেয়ের জন্মদিন উপলক্ষে এমন কিছু ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে উপস্থিত নেই অভিষেক। যদিও শেষ অনেক অনুষ্ঠানে অভিষেককে দেখা যায়নি ঐশ্বর্যর সঙ্গে। সেরকমই মেয়ের জন্মদিনটা ও বাদ দিলেন? অভিনেত্রী যে ছবিগুলো শেয়ার করেছেন, সেখানে পরিবারের সঙ্গে দেখা গিয়েছে আরাধ্যাকে। তাঁর প্রয়াত দাদুর সঙ্গে একই দিনে আরাধ্যা জন্মদিন শেয়ার করেন।

ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা অফিসিয়ালি একজন টিনেজার এখন। আবেগঘন অভিনেত্রী নিজের সমাজ মাধ্যমে জানালেন, তাঁর দুই হৃদয়ের টুকরোর একসঙ্গে জন্মদিন। আজ তাঁর আনন্দের সীমা নেই। অভিনেত্রী সমাজ মাধ্যমে লিখছেন, আমার হৃদয়ের দুই টুকরোর আজ জন্মদিন। আমার বাবা এবং আমার মেয়ে আরাধ্যা - যে আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ, আমার আত্মা এবং আমার মনের এমন এক জায়গায় আছে ওরা, আমি বলে বোঝাতে পারব না।

Advertisment

ঐশ্বর্য তাঁর মেয়ের ছোটবেলার ছবিও শেয়ার করেছেন অনেকগুলি। সদ্যজাত আরাধ্যার সঙ্গে সঙ্গে তাঁর বড় বয়সের ছবি শেয়ার করেই তিনি লিখছেন, "তুমি অফিসিয়ালি এখন যুবতী আরাধ্যা।" আর এদিকে, অভিষেকের অনুপস্থিতি আবারও প্রশ্ন তুলেছে। কেউ কেউ গোটা বচ্চন পরিবারের অনুপস্থিতি নিয়ে তাঁরা বলছেন...

"দুই বচ্চনের কেউই উপস্থিত নেই এখানে। তাঁর মানে ডিভোর্সের ঘটনা সত্যি।" আবার কেউ বললেন, যেভাবে উনি আপনার মেয়েকে ভালবাসেন, আপনার স্বামীর থেকে বেশি অধিকার ওর আছে। আবার কারওর কথায়, "মা হিসেবে আপনি অনবদ্য, কিন্তু আপনার সন্তানকে বাবার সঙ্গে থাকার একটা সুযোগ দিন।"

Aishwarya Rai Bachchan bollywood Abhishek Bachchan bollywood actress