Aishwarya Rai Bachchan: বিচ্ছেদের গুঞ্জন শীর্ষে, সংসার নাকি কেরিয়ার ঐশ্বর্য কাকে বেছে নিলেন?

আম্বানিদের বিয়েবাড়িতে, যখন গোটা পরিবারের সঙ্গে না, বরং একা এলেন ঐশ্বর্য, তখন যেন আলোচনা আরও বেশি করে শুরু হল। অভিনেত্রী হওয়ার পাশাপাশি, তিনি মা হিসেবেও বেশ গুরুত্বপূর্ন ভূমিকা নিয়েছেন।

আম্বানিদের বিয়েবাড়িতে, যখন গোটা পরিবারের সঙ্গে না, বরং একা এলেন ঐশ্বর্য, তখন যেন আলোচনা আরও বেশি করে শুরু হল। অভিনেত্রী হওয়ার পাশাপাশি, তিনি মা হিসেবেও বেশ গুরুত্বপূর্ন ভূমিকা নিয়েছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Aishwarya Rai Bachchan divorce rumors, actress shared a statement on her career

Abhishek-Aishwarya: ডিভোর্স নিয়ে কী বলছেন ঐশ্বর্য?

ঐশ্বর্য রাইকে নিয়ে আলোচনার শেষ নেই। তাঁর একটাই কারণ, বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, ঐশ্বর্য এবং অভিষেকের বিচ্ছেদের কথা। যদিও, কিছুদিন আগেই অভিষেক এই বিষয়ে মৌনতা ভেঙেছেন।

Advertisment

তারকাদের জীবন নিয়ে অনেক কিছু হয়, এমনটাই জানিয়েছেন তিনি। কিন্তু ঐশ্বর্য যিনি নিজে একজন বিশ্ব সুন্দরী, যার কেরিয়ারে রয়েছে একাধিক সফল ছবি, তাঁকেও যে শাশুড়ি এবং ননদের রোষানলে পড়তে হয়েছে, এমন বক্তব্যই রেখেছিলেন ভক্তরা। অভিষেক এবং ঐশ্বর্যর বিয়ে হয় ২০০৭ সালে।

তাদের একটি ১৩ বছরের মেয়েও রয়েছে। এখন বেশিরভাগ সময় মেয়েকে সঙ্গে নিয়েই তাঁকে দেখা যায়। কিছুদিন আগেই মনিরত্নমের PS 2 ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। কিন্তু আম্বানিদের বিয়েবাড়িতে, যখন গোটা পরিবারের সঙ্গে না, বরং একা এলেন ঐশ্বর্য, তখন যেন আলোচনা আরও বেশি করে শুরু হল। অভিনেত্রী হওয়ার পাশাপাশি, তিনি মা হিসেবেও বেশ গুরুত্বপূর্ন ভূমিকা নিয়েছেন।

কিন্তু, কোনোদিন কেরিয়ার এবং বিয়ে সংসারের মধ্যে আপোস করতে হবে, কিংবা একটার জন্য আরেকটাকে ছাড়তে হবে, এটা যেন ভাবনার অতীত ছিল তাঁর কাছে। অভিনেত্রীর একটি ভিডিও এখন ফের ভাইরাল সমাজ মাধ্যমে। যখন, তাঁকে একসঙ্গে কেরিয়ার এবং সন্তানকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জানতে চাওয়া গিয়েছিল, কেরিয়ারকে ছাপিয়ে যাবে কিনা পরিবার?

Advertisment

ঐশ্বর্য জবাব দিয়েছিলেন, "আমি মাতৃত্ব এবং বাচ্চা উপভোগ করছি। আমি, বিবাহিত জীবন উপভোগ করছি। কিন্তু, নিজেকে হারানোর কোনও প্রশ্নই ওঠে না। আমি নিজের কাজের প্রতি সবসময় দৃঢ় প্রতিজ্ঞ থাকব।" উল্লেখ্য, অভিনেত্রী নিজেদের বিবাহ বিচ্ছেদ নিয়ে কিছু না বললেও, অভিষেক মুখ খুলেছেন।

bollywood Abhishek Bachchan Aishwarya Rai Bachchan Entertainment News