/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/aish.jpg)
কে সেই ব্যক্তি, যে চুমু খান নায়িকাকে?
গতকালের বিয়েতে কত কান্ড যে ঘটেছে সেই নিয়ে আলোচনার শেষ নেই। বিশেষ করে আলোচনায় রয়েছেন বচ্চন পরিবার। কারণ, তাঁরা সকলে একসঙ্গে এলেও বাদ পড়েছিলেন ঐশ্বর্য এবং আরাধ্যা।
মা এবং মেয়ে গোটা পরিবারকে ছাড়া উপস্থিত হন অনন্ত এবং রাধিকার বিয়েতে। কিন্তু, কটাক্ষ সবথেকে বেশি সহ্য করছেন অভিষেক। কারণ, তাঁর স্ত্রী এবং মেয়েকে সঙ্গ না দিয়ে তিনি পরিবারের সঙ্গে এসেছেন। আর একথাও অনেকে মেনে নিয়েছেন, দুজনের মধ্যে কিছুই ঠিক নেই। প্রশ্ন এমন উঠছে, তাহলে কি ডিভোর্স সম্পন্ন?
এদিকে জয়া বচ্চন এবং গোটা বচ্চন পরিবারের যাকে সবথেকে বেশি অপছন্দ, তাঁর সঙ্গেই বেশ সুন্দর মুহূর্ত কাটালেন তিনি। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বচ্চন পরিবার আসার কিছুমুহূর্ত আগেই সেখানে হাজির হন রেখা। তাঁকে একদম চেনা অবতারে সাজগোজে দেখে মন ভাল হয়ে যায় বাকিদের। কিন্তু তারপরই এন্ট্রি নেন ঐশ্বর্য। এরপরই ভাইরাল একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ঐশ্বর্যর সঙ্গে দেখা হতেই রেখা তাঁকে আদর করে চুমু খান। আর পাশাপাশি বাদ গেলেন না তার মেয়েও। আরাধ্যাকে জড়িয়ে ধরে চুমু খেতেও দেখা যায়।
আর এই ভিডিও দেখেই বেশিরভাগ লোকের আনন্দের শেষ নেই। কেউ বলছেন যাকে জয়া পছন্দ করেন না, তাঁর সঙ্গেই ছেলের বউয়ের এত ভাল সম্পর্ক। আবার কেউ বলেন, রেখা মনে হয় বলছেন শাশুড়ির থেকে দূরে থাকো। আবার কেউ বললেন, এইজন্যই জয়া ওর ওপর রেগে যায়। আবার কারওর কথায়, নিশ্চই ফুসমন্ত্র দিচ্ছে। আবার কারওর কথায়, ইনিই তো সৎ শাশুড়ি! জয়া কী জিনিস, উনি জানেন।
উল্লেখ্য, গতকাল মুম্বাইতে আম্বানি পরিবারের বিয়েতে বসেছিল চাঁদের হাট! কিম কার্দাশিয়ান থেকে জন সিনা, এমনকি বলিউডের আলোচিত অভিনেতাদের পাশাপশি খেলোয়াড় এবং রাজনীতিবিদের উপস্থিতি ছিল সেখানে।