Advertisment
Presenting Partner
Desktop GIF

Aishwarya Rai Bachchan : ডিভোর্স গুঞ্জনের মাঝেই 'ব্যাক টু ওয়ার্ক', হ্যান্ডসম হ্যাঙ্কের সঙ্গে ভাইরাল ঐশ্বর্যর সেলফি!

Aishwarya : অভিষেকের সঙ্গে রাই সুন্দরীর বিচ্ছেদচর্চা অব্যাহত। এর মাঝেই সুঠাম পুরুষের সঙ্গে ভাইরাল ঐশ্বর্যর ছবি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ভাঙা হাতেই Cannes মাতালেন ঐশ্বর্য্য! রেড কার্পেটে প্রাক্তন বিশ্বসুন্দরীর চোখধাঁধানো ফ্যাশন দেখুন

হ্যান্ডসম হ্যাঙ্কের সঙ্গে ভাইরাল ঐশ্বর্যর সেলফি!

Aishwarya Selfie : ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের ডিভোর্স গুঞ্জনে সরব টিনসেল টাউন। নিমরত কৌরের সঙ্গে জুনিয়র বচ্চন সম্পর্কে জড়িয়েছেন, এমনই কানাঘুষো। যদিও সেই প্রসঙ্গে অভিষেক বা নিমরত কোনও মন্তব্য করেননি। এমনকী বচ্চন বধূ ঐশ্বর্য রাই বচ্চনও একেবারে স্পিকটি নট। এর মাঝেই দুবাইয়ের এক ইভেন্টে রাই সুন্দরী নামের সঙ্গে বচ্চন পদবি ব্যবহার করলেন না। যা বচ্চন দম্পতির বিচ্ছেদচর্চাকে আরও খানিকটা উসকে দিয়েছে। অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কের ভাঙন নিয়ে যখন চর্চা তুঙ্গে সেই সময়  এক হ্যান্ডসম হ্যাঙ্কের সঙ্গে সেলফিতে নজর কাড়লেন প্রাক্তন বিশ্বসুন্দরী। 

Advertisment

প্রসঙ্গত, ঐশ্বর্য তাঁর নতুন প্রজেক্টের কাজে ব্যস্ত রয়েছেন। শ্যুটিং ফ্লোর থেকে ছবি পোস্ট করেছেন তাঁর মেকাপ আর্টিস্ট। ক্যাপশনে লিখেছেন, 'আ লাভলি ডে অ্যাট ওয়ার্ক।' যার বাংলা তর্জমা করলে হয় কর্মক্ষেত্রের একটা সুন্দর দিন।

Advertisment

নতুন প্রজেক্ট সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে রিপোর্ট মোতাবেক, কোনও সিনেমার শ্যুটিং নয়। একটি বিজ্ঞাপনে কাজ করছেন ঐশ্বর্য রাই বচ্চন। রাই সুন্দরীকে দেখে তাঁর ভক্তরা কিন্তু, খুবই উচ্ছ্বসিত। এক অনুরাগী লিখেছেন, 'ও গড! ঐশ্বর্য আবার কাজে ফিরেছে দেখে খুব খুশি হলাম।'

ঐশ্বর্যকে শেষ দেখা গিয়েছে পোন্নিয়েন সেলভনে। ইন্ডাস্ট্রির কানাঘুষো, মনি রত্নমের ছবিতে অভিষেকের সঙ্গে ফের জুটি বাঁধবেন বচ্চন বধূ। যদিও এই খবরে পরিচালক সিলমোহর দেননি। উল্লেখ্য, দুবাইয়ের এক অনুষ্ঠানে বিশ্বের দরবারে খোদ অভিনেত্রীই নিজেকে শুধু ঐশ্বর্য রাই বলে পরিচয় দিয়েছেন। এই ঘটনা ডিভোর্স গুঞ্জনকে ফের উসকে দিল সে কথা বলাইবাহুল্য।

 কোনও না কোনও ঘটনায় প্রতিনিয়তই যেন অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদ নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে। অতীতে কেউ তাঁকে ঐশ্বর্য রাই বলে সম্বোধন করলে তাঁর ভুল সংশোধন কে বলতেন তাঁকে যেন রাই বচ্চন বলা হয়। কিন্তু, এবার সেই চেনা চিত্রটা মুহূর্তে বদলে গেল। আন্তর্জাতিক মঞ্চে প্রাক্তন বিশ্বসুন্দরী কিন্তু, বচ্চন পদবি ব্যবহার না করাতে বিন্দুমাত্র আপত্তি করলেন না।

Bollywood News bollywood actress bollywood movie Aishwarya Rai Bachchan
Advertisment