Aishwarya-Shrima Rai : ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্ক একেবারে তলানি এসে ঠেকেছে! তাঁরা নাকি বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন! ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। জুনিয়র বচ্চনের জীবনে নাকি এসেছে প্রেমের বসন্ত। নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে কানাঘুষো। যদিও ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েনের গুঞ্জন নিয়ে এখনও মুখে কুলুপ এটে রয়েছে অভিষেক-ঐশ্বর্য-নিমরত সহ বচ্চন পরিবার। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট রাই সুন্দরীর ভাই বউয়ের। ননদকে খোঁচা মেরে সমাজমাধ্যমে পোস্ট করলেন মিসেস শ্রীমা রাই?
ইনস্টা স্টোরিতে তিনি লিখেছেন, 'জীবনটা খুব ছোট। জীবনের স্বপ্ন পূরণ কর কিন্তু, শান্তি বজায় রেখে ব্যালেন্স করে চলতে হয়। বিশ্বাসের উপর আস্থা রেখেই সীমা বেঁধে দিতে হয়। আত্মবিশ্বাসী থাকো নিজের আত্মসম্মানও রাখও। কিন্তু, সবটাই খুব নরমভাবে। নিজেকে প্রতি মুহূর্তে উন্নত করার চেষ্টা কর। আগামী দিনে কী হবে কেউ জানে না। তাই সকলকে ভালবাসো, ক্ষমা করে এগিয়ে যাও'। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় শ্রীমা একটি ছবি ভাগ করেছেন। যেখানে রয়েছেন তাঁর শাশুড়ি মা বৃন্দা রাই, স্বামী আদিত্য রাই ও তাঁদের দুই সন্তান।
বিটাউন সূত্র মোতাবেক, মেয়ে আরাধ্যাকে নিয়ে এখন রাই সুন্দরীর ঠিকানা তাঁর মায়ের বাড়ি। অথচ সেইদিন শ্রীমার শেয়ার করা ছবিতে ঐশ্বর্য বা আরাধ্যা কাউকেই দেখা যায়নি। সেখান থেকেই গুঞ্জন আরও জোড়াল হচ্ছে যে এবার তাহলে মায়ের বাড়িতেও ঐশ্বর্যর সমস্যা তৈরি হল? মা-ভাইয়ের সংসারে এখন ব্রাত্য বচ্চন বধূ? গত মে মাসে শেষবার শ্রীমা রাইয়ের প্রোফাইলে দেখা গিয়েছে ঐশ্বর্যর ফটো।
মায়ের জন্মদিন ও তাঁদের বিবাহবার্ষিকীর ছবিতে মিসেস বচ্চনের ছবি না দেখে চটেছেন ঐশ্বর্যর ভক্তরা। সেই সঙ্গে তুলোধনা করেছেন শ্রীমা রাইকেও। ট্রোলের জবাবও দিয়েছেন মিসেস রাই। সোশ্যাল মিডিয়ায় দুতরফে তর্ক একেবারে তুঙ্গে। রাই সুন্দরীর এক অনুরাগী ক্ষোভ উগরে দিয়ে লিখেছন, ঐশ্বর্য আর আরাধ্যার সঙ্গে একটা ছবিও নেই? পালটা তোপ দেগে শ্রীমার কড়া জবাব, ঐশ্বর্যর পোস্টেও তো মেয়ে ছাড়া আর কারও ছবি নেই। এবারেও রাই সুন্দরীর কোনও প্রতিক্রিয়া পাওয়া গেল না। ডিভোর্স গুঞ্জন থেকে পারিবারিক অশান্তির আঁচ, সবেতেই স্পিকটি নট ঐশ্বর্য রাই বচ্চন।