/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/ab1.jpg)
Avishek-Aishwarya তাহলে কি ডিভোর্সের গল্পই সত্যি!
আম্বানিদের বিয়ে মানেই তাতে কিছু না কিছু তো হবেই! বিশেষ করে তারকাদের উপস্থিতিতে অনেক নতুন গুজব জন্ম নেবে। এবারও ব্যতিক্রম না। বিশেষ করে তাদের বিয়ে মানেই সারা বিশ্বের সকলে উপস্থিত।
গতকাল, দুপুর গড়াতেই সঙ্গীতের অনুষ্ঠানে হাজির হয়েছিল বলিউডের যুবক তারকারা। তারপর রাত গভীর হতেই যেন তারকাদের মেলা বসল সেখানে। অনেকেই অপেক্ষা করছিলেন বচ্চন পরিবারের। কারণ, শেষ কিছুমাস ধরে ঐশ্বর্য এবং অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন। আর গতকাল যা দেখা গেল, তাতেই যেন বিস্ফোরণ...
অমিতাভ গোটা পরিবার নিয়ে এলেন আম্বানির বিয়েতে। মেয়ে শ্বেতা তাঁর ডিভোর্সি স্বামী সঙ্গে নাতী নাতনিরা তো রয়েছেই। সকলে একসঙ্গে হাজির হলেন, ছবির জন্য পোজ দিলেন। তবে, সেখানে উপস্থিত ছিলেন না ঐশ্বর্য এবং তাঁর মেয়ে আরাধ্যা। যদিও পরবর্তীতে দেখা গেল তাদেরকে একসঙ্গে। মা এবং মেয়ে একসঙ্গে এন্ট্রি নিলেন। বিশ্বসুন্দরীকে দেখে আপ্লুত দর্শকরা।
কিন্তু, গোটা বচ্চন পরিবারের সঙ্গে কেন এলেন না তিনি! তাহলে কি ডিভোর্সের গল্প সত্যি? ঐশ্বর্য এবং অভিষেক কি তবে সত্যিই আলাদা হয়ে গিয়েছেন? এই রহস্যই দানা বাঁধছে। কিন্তু, সেখানে তাঁদের কি আদৌ দেখা হয়েছে? একই ছাদের তলায় তাদের উপস্থিতি কি কিছু বদলালো? অনেক প্রশ্ন উঠছে!
অন্যদিকে, জয়া গতকাল একদম ধরা দিলেন অন্যসাজে। সাদা রঙের শাড়ি নয়। বরং কালো লাল বাঁধনি শাড়িতে দেখা গিয়েছে তাঁকে। সেখানেই, জয়া ভাদুড়ীর কি ভ্রুক্ষেপ নেই? শাড়ির আঁচল খুলে একসার! অভিনেত্রী কিছুই কি ঠাওর করতে পারলেন না? যদিও একটা সময় পর নাতনি নভ্যা তাঁকে বুঝিয়ে দিলেন, শাড়ি ঠিক করার কথা। কিন্তু, এই দৃশ্য নজর এড়াল না অনেকেরই। কেউ বললেন, আপনার সংসার এভাবেই পড়ে গেল তো, যেভাবে আঁচলটা খুলে গেল। আবার কেউ বলছেন, শাড়িও সামলাতে পারেন না, সংসারও না।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিদেশের অনেক তারকাই। আবার কেউ কেউ ফিরেও গিয়েছেন গতকাল। কিন্তু, সবথেকে বেশি আলোচনা হয়েছে ঐশ্বর্য এবং বচ্চন পরিবারের উপস্থিতি নিয়ে। কেউ কেউ এমনও বলেছেন, এসবের পেছনে জয়ার হাত, আর শ্বেতা ওকে শেষ করে দিল। কেউ কেউ এমনও বলছেন, ঐশ্বর্যর মনোভাব নষ্ট করে দিয়েছেন তাঁরা।