Abhishek-Aishwarya: এই নাকি সম্পর্ক ভাঙে ভাঙে? অভিষেকের জন্মদিনে আবেগী ঐশ্বর্য, পিছিয়ে রইলেন না বাবা অমিতাভও

Abhishek Bachchan Birthday: স্বামী অভিষেকের আরোগ্য ও ভালোবাসা কামনা করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। বাবা অমিতাভ যা ছবি দেখালেন তাতে এটুকু পরিস্কার ছেলের যে এত বয়স হল, সেটা যেন চোখের পলকে...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
abhishek-aihswarya, abhishek bachchan birthday

abhishek bachchan birthday: বাবা এবং স্ত্রী দায়িত্ব নিয়ে যা করলেন... Photograph: (ফাইল চিত্র )

৫ ফেব্রুয়ারি অভিষেক বচ্চনের ৪৯ তম জন্মদিন ছিল এবং তাঁর দিনটিকে বিশেষ করে তুলেছিলেন স্ত্রী ও অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন, যিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা পোস্ট করেছিলেন। জন্মদিনে অভিষেকের ছোটবেলার একটি পুরনো ছবি শেয়ার করেছেন ঐশ্বর্য।

Advertisment

স্বামী অভিষেকের আরোগ্য ও ভালোবাসা কামনা করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। ছবিটি শেয়ার করে তিনি লেখেন, "ঈশ্বর আশীর্বাদ করুন, সুখ, সুস্বাস্থ্য, ভালবাসা এবং আলোর সাথে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। যদিও, একথা অজানা নয়, শেষ কিছুমাসে কীভাবে ঐশ্বর্য এবং অভিষেকের বিয়ে ভাঙার খবর ছড়িয়ে যায়। 

 

Advertisment

অমিতাভ বচ্চনও ছেলে অভিষেকের জন্য একটি সুন্দর শুভেচ্ছা ভাগ করে নিয়েছেন। বিগ বি তাঁর ব্লগে লেখেন, 'অভিষেক ৪৯ বছরে পা দিলেন। এবং তার জীবনের নতুন বছরকে স্বাগত..." সিনিয়র বচ্চন একটি ছবিও শেয়ার করেছেন যা সম্ভবত অভিষেক বচ্চনের জন্মের পরে প্রথম ছবি। ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালে অমিতাভ বচ্চন, তাঁর মা তেজি বচ্চন এবং পরিবারের আরও কয়েকজন সদস্য রয়েছেন। তাঁকে ঘিরে রেখেছেন মেডিক্যাল স্টাফেরা। বিগ বি লিখেছেন, '৫ ফেব্রুয়ারি, ১৯৭৬ .. সময় দ্রুত পেরিয়ে গেল মনে হচ্ছে .. !!!!' 

বিগ বি- তাঁর নোটে আরও লিখেছেন, "সমস্ত বর্ধিত পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য যারা অভিষেককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন .. আমি কি এই ব্লগটিকে আমার এবং তার পক্ষ থেকে কৃতজ্ঞতা হিসাবে গ্রহণ করতে পারি? হয়তো,  মানুষকে আলাদা আলাদা উত্তর দেওয়া সম্ভব না, তাই সকলের প্রতি আমার কৃতজ্ঞতা .. ভালবাসা এবং আদর ..।" 

ব্যক্তিগত ক্ষেত্রে, ঐশ্বর্য এবং অভিষেকের সম্পর্ক কয়েক মাস ধরেই শিরোনামে রয়েছে। তবে বিভিন্ন অনুষ্ঠানে দু'জনে একে অপরের পাশে দাঁড়িয়েছেন। ঐশ্বর্য এবং অভিষেক ১৮ বছর ধরে বিবাহিত এবং তাদের একটি মেয়ে রয়েছে। কাজের ক্ষেত্রে, ঐশ্বর্য বেশ কিছুদিন ধরে বলিউড থেকে দূরে ছিলেন তবে তাকে সর্বশেষ তামিল ছবি পোন্নিয়িন সেলভান সিরিজে দেখা গিয়েছিল। অন্যদিকে সম্প্রতি অভিষেককে দেখা গেছে সুজিত সরকারের 'আই ওয়ান্ট টু টক' ছবিতে।

amitabh bachchan Abhishek Bachchan Aishwarya Rai Bachchan