রুপোলী পর্দার সিংহম দুরভাষের এপারে লাজুক। মোবাইল ফোনে কথা বলতে তাঁর অনীহা। তাই ঘনঘন ফোন নম্বর পাল্টান অজয় দেবগন ( Ajay Devgan )।
কাছের মানুষের সঙ্গেই বেশি সময় কাটাতে পছন্দ করেন অজয়, সিনেমার প্রোমোশন ছাড়া সেইভাবে তারকা সম্মিলিত পরিবেশ কিংবা অনুষ্ঠানেও তাঁকে দেখা যায়না। এমনকি তাঁকে ফোনে পাওয়াও মুশকিল হয়ে পড়ে। বারবার ফোন নম্বর বদলেই সকলের থেকে পালাতে চান অভিনেতা। তিনি বলেন, আমার ফোনে কথা বলতেই বিরক্ত লাগে। বলতে পারেন, দরকার ছাড়া কথা বলাই আমার পছন্দ নয়।
যেকোনও শোতে গিয়েই সোজা সাপটা উত্তর হোক কিংবা হাসিমুখ অজয়কে খুব কমই দেখা যায়। বেশ কিছু কাছের বন্ধু ছাড়া সেইভাবে আমোদে মেজাজে দেখা যায় না তাঁকে। তবে তাঁর মধ্যে প্র্যাঙ্ক করার প্রবনতা রয়েছে সাংঘাতিক। এমনকি সেই রসিকতা থেকে বাদ পড়েননি স্বয়ং ঋতুপর্ণ ঘোষও। কাঁদতে বাধ্য হয়েছিলেন কিংবদন্তী পরিচালক।
বলিউডে বার বার ফোন নম্বর পরিবর্তনের তালিকায় রয়েছেন প্রীতি জিন্তা থেকে প্রিয়াঙ্কা চোপড়া। যদিও বা এখন বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন, তাঁর পরেও তাদের হাতের নাগালে পেতে বেশ সমস্যা