/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/kjo_816993.jpg)
kajol-ajay: দুজনের সম্পর্কের হাল-হকিকত মোটেই ঠিক ছিল না, কিন্তু; ছবি-ইনস্টা
কাজল এবং অজয় দেবগণ, দুজনে তাঁদের সম্পর্ক নিয়ে কোনোদিন রাখঢাক করেননি। শুধু একটাই, কাজল নিজের বিয়ে কোথায় হচ্ছে এটার ভুল ঠিকানা বলেছিলেন। এতবছর হয়ে গিয়েছে। দুজনের সম্পর্ক নিয়ে জলঘোলা হলেও সেটি ভেঙে যায়নি।
সম্পর্কে থাকতে গেলে কঠিন পরীক্ষার মধ্যে দিয়েই যেতেই হয়। আর একসঙ্গে দুজন তারকা বেশ কয়েকটা ছবিতে অভিনয় করলে তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়ে যায়। একসময় শাহরুখ কাজলকে নিয়েও এমন ঘটনা ঘটেছে। আর সেসবের মধ্যে যেতে গিয়েছিল অজয় দেবগন এবং বলিউডের কুইনকেও। কেন?
তখন তাঁরা ওয়ান্স আপ অন আ টাইমের শুটিং করছেন। একে অপরের সঙ্গে শুটিং ফ্লোরে অনেক সময় কাটিয়েছেন। কিন্তু, খবর রটেছিল এমনই যে কঙ্গনা এবং অজয় নাকি গোপনে একে অপরকে ডেট করছেন। আর, কঙ্গনা এর আগেও বিবাহিত পুরুষদের তালিকায় হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। ফলেই, অনেকে ভেবে নিয়েছিলেন বিষয়টা হয়তো সত্যিই।
শোনা যায়, কাজল এমন কিছুর মধ্যে দিয়ে যাচ্ছিলেন যে অজয়ের বাড়ি ছেড়ে চলে যাওয়ার মত পরিস্থিতি হচ্ছিল। কিন্তু অজয়, সে তো কোনদিন কাউকে ভাও দেওয়ার ভাবনা চিন্তা করেন না। তাই তো পরকীয়া নিয়ে সোজা বলেছিলেন...
"পরকীয়া হয় না, এটা বলছি না! নিঃসন্দেহে হয়। কিন্তু দুটো মানুষকে একসঙ্গে দেখলে মিডিয়া এমনভাবে খবর করে সেটা ব্যাক্তিগত জীবনে অশান্তির সৃষ্টি করে। আমি কাজ ভালবাসি। কাজ করে সঠিক সময় বাড়ি ফিরে আসি। কিন্তু, সমস্যা একেবারে মেটে না। রাতারাতি সম্পর্কের সমীকরন বদলে যায়। যেভাবে, মানুষের মানসিক অবস্থায় ব্যাঘাত ঘটে তাতে করে অনেক অসুবিধার সৃষ্টি হয়।"
প্রসঙ্গত, ২৫ বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন তারা দুজন। গতকাল, কাটিয়েছেন বিবাহবার্ষিকী। ২৫ বছর নেহাত ছোট কথা নয়। একে অপরকে নিয়ে নানা কথা বলেই দিন কাটছে তাদের।