কাজলের হোয়াটসঅ্যাপ নম্বর মিলছে অজয়ের টুইটার হ্যান্ডেলে

ভোডাফোনের নম্বর ব্যবহার করছেন কাজল। আর এই খবরের সঙ্গে চাউর হয়ে গিয়েছে তাঁর ব্যক্তিগত ফোন নম্বরও। ভেবে অবাক হচ্ছেন? আসলে অনলাইনেই মিলছে বলিউড ডিভা কাজলের নম্বর।

ভোডাফোনের নম্বর ব্যবহার করছেন কাজল। আর এই খবরের সঙ্গে চাউর হয়ে গিয়েছে তাঁর ব্যক্তিগত ফোন নম্বরও। ভেবে অবাক হচ্ছেন? আসলে অনলাইনেই মিলছে বলিউড ডিভা কাজলের নম্বর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভোডাফোনের নম্বর ব্যবহার করছেন কাজল। আর এই খবরের সঙ্গে চাউর হয়ে গিয়েছে তাঁর ব্যক্তিগত ফোন নম্বরও। ভেবে অবাক হচ্ছেন? আসলে অনলাইনেই মিলছে বলিউড ডিভা কাজলের নম্বর। শুনে আরও অবাক হলেন তো? ঘটনাটি কিন্তু একেবারেই মিথ্যা নয়। একবার ভেবে দেখুন, কাজলের নম্বর যদি টুইটারে ছড়িয়ে পড়ে এতে দুই তরফের কী প্রতিক্রিয়া হতে পারে। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে একটি টুইট করেছেন অজয় দেবগণ, সেখানে রয়েছে একটি ফোন নম্বর, সঙ্গে ক্যাপশনে লিখেছেন, "কাজল এই মুহূর্তে দেশে নেই, ওর সঙ্গে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন।" আর সেই টুইটই ভাইরাল হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে। টুইট এবং রিটুইটে ভরেছে স্য়োশাল সাইট। ওই নম্বরে পাঠানো মেসেজের স্ক্রিনসট তুলে শেয়ার করেছেন অনেকেই। তৈরি হয়েছে একাধিক মিমও। তবে এই নম্বরটি আদৌ কাজলের নম্বর কিনা তা নিয়ে সংশয় রয়েছে বেশ। একে খানিকটা টুইটার প্র্যাঙ্ক বলেই মনে করছেন অনেকে।

Advertisment

Advertisment