অভিনেতা অজয় দেবগণের ছবি 'টোটাল ধামাল' ও 'দে দে প্যায়ার দে'-র মুক্তির দিন পিছিয়ে গেল ২২ ও ২৬ ফেব্রুযারী পর্যন্ত। অত্যধিক বেশি ভিএফএক্সের কাজ থাকার কারণেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন অভিনেতা নিজেই। বৃহস্পতিবার অজয় টুইট করেই এই খবর জানান। এর আগে কমেডি ছবি সিরিজ ধামালের তৃতীয় ইনস্টলমেন্ট 'টোটাল ধামাল' মুক্তি পাওয়ার কথা ছিল ৭ ডিসেম্বর।
টুইট করে অজয় লেখেন, "ডিসেম্বর ডেট উইথ ইউ লুকস চ্যালেঞ্জিং, কিন্তু তাও ফেব্রুয়ারীর তারিখ রাখছি। VFX এর কাজে সময় লাগার কারণে 'টোটাল ধামাল' ও 'দে দে প্যার দে'-ছবির রিলিজ ২২ ও ২৬ ফেব্রুয়ারী করা হল।"
'টোটাল ধামাল' ছবিতে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত নেনে, রিতেশ দেশমুখ, অজয় দেবগণ নিজে, এবং জাভেদ জাফরি। অশোক থাকেরিয়া এবং অজয় একসঙ্গে প্রযোজনা করছেন এই ছবির। এই সিরিজের দ্বিতীয় ছবি ছিল 'ডাবল ধামাল'। সেই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন ইন্দর কুমার। মাধুরীর সঙ্গে এই ছবিতে কাজ করছেন অনিল কাপুর। দীর্ঘ সাত বছর পর একসঙ্গে কাজ করছেন এই যুগল।
কিছু মাস আগেই 'টোটাল ধামাল' ছবির টিম ঋষি কাপুর অভিনীত এবং সুভাষ ঘাই পরিচালিত ১৯৮০ সালের 'কর্য' ছবির 'পয়সা ইয়ে পয়সা' গানটি শুট করেছেন। জাভেদ জাফরি, আরশাদ ওয়ারসি, রিতেশ দেশমুখ, অজয় দেবগণ, ইন্দ্র কুমার, মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, সঞ্জয় মিশ্র ও পিতোবাস রয়েছেন এই গানের দৃশ্যে। অপরদিকে, 'দে দে প্যার দে' একটি রোমান্টিক কমেডি ছবি, যার সহ প্রযোজক লাভ রঞ্জন ও পরিচালক আকিব আলি। ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং।
Read the full story in English