/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/03/SRK-3.jpg)
শাহরুখ খান, অজয় দেবগণ
সুপারস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan) মুকুটে নয়া পালক। বলিউড বাদশা এবার আস্ত একটা ওয়েব প্ল্যাটফর্ম-এর মালিক। খুব শিগগিরিই বিনোদনে ভরপুর সেই ওটিটি চ্যানেল লঞ্চ করতে চলেছেন তিনি। আর মঙ্গলবার সেই সুখবর নেটদুনিয়ায় দিতে না দিতেই সলমন খান (Salman Khan) 'ট্রিট চেয়ে' বসেছেন। আর এবার তো অজয় দেবগণ (Ajay Devgn) আরও একধাপ পেরিয়ে ফুট কাটলেন।
SRK+ চ্যানেল লঞ্চের আগে এক ছোট্ট টিজার প্রকাশ্যে এসেছে। বলিউড সুপারস্টারের এই উদ্যোগে সঙ্গী হয়েছেন অনুরাগ কাশ্যপও (Anurag Kashyap)। পরিচালকের মন্তব্য, “স্বপ্ন সত্যি হল।” আর সেই টিজার শেয়ার করেই রসিকতা করে অজয় দেবগণ বললেন, "সরি শাহরুখ! আগে বললে তোর ওটিটি চ্যানেলে SRK+ এই আমার সিনেমা 'রুদ্র' রিলিজ করতাম। এবার একটু থাম শাহরুখ।"
উল্লখ্যে, শাহরুখ-কাজল জুটি হিট হওয়ায়, একসময়ে অজয় দেবগণের সঙ্গে কিং খানের সম্পর্কে বরফ জমেছিল। তবে সেসব এখন অতীত। সেই বরফ গলে অনেক আগেই ফের বন্ধুত্ব পাতিয়েছেন শাহরুখ ও অজয় দেবগণ। এবার SRK+ এর ঘোষণা শুনেও 'সিংঘম' অভিনবভাবে শুভেচ্ছা জানালেন বন্ধুকে।
Sorry @iamsrk pehle bata dete, Rudra SRK+ pe hi release karta 😂
Ab #ThodaRukShahRukhpic.twitter.com/ly4pEqjE0e— Ajay Devgn (@ajaydevgn) March 16, 2022
উল্লেখ্য, আরিয়ান খান মাদককাণ্ডে মাসখানেক নিস্তব্ধ থেকে ফের স্বমহিমায় ধরা দিয়েছেন শাহরুখ খান। ‘পাঠান’-এর টিজার প্রকাশ্যে আসার পর থেকেই কিং খানের প্রত্যাবর্তন নিয়ে উন্মাদনা তুঙ্গে। সম্প্রতি স্পেনে সেই ছবির শুটে গিয়েছিলেন শাহরুখ। শত কর্মব্যস্ততার মাঝেই মঙ্গলবার আরও এক সুখবর দিলেন অনুরাগীদের। এবার ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করতে চলেছেন কিং খান। নাম SRK+। আর সেই ওয়েব প্ল্যাটফর্মের পয়লা ঝলক দেখেই উচ্ছ্বসিত বি-টাউন। অনুরাগীরা উত্তেজনায় ফুটছেন। কমেন্ট সেকশনে নজর দিলেই বোঝা যাবে যে, ওয়েব প্ল্যাটফর্ম SRK+ -এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁরা।
প্রসঙ্গত, অভিনেতা হওয়ার পাশাপাশি শো-বিজের ব্যবসা শাহরুখের ভালই জানা। ‘কলকাতা নাইট রাইডার্স’ টিমের মালিক, নিজের প্রযোজনা সংস্থা ‘রেড চিলি এন্টারটেইনমেন্টস’-এ নয়া প্রতিভাদের সুযোগ দেওয়া। এবার সেই তালিকাতেই নয়া সংযোজন ওটিটি প্ল্যাটফর্ম ‘SRK+’। অতিমারী আবহে বন্ধ প্রেক্ষাগৃহ যেভাবে মানুষকে ওয়েব চ্যানেলমুখো করে তুলেছে, সেই ভাবনা থেকেই সম্ভবত নয়া ওটিটি প্ল্যাটফর্ম খোলার পরিকল্পনা শাহরুখের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন