Ajaz Khan: নাম জড়িয়েছিল মাদককাণ্ডে, বিধানসভা নির্বাচনে হেরে ভূত টেলিভিশনের সুপারস্টার

Ajaz Khan Lost: তিনি টেলিভিশনের চেনা মুখ। সমাজ মাধ্যমে বেশ জনপ্রিয়। তাঁর মিলিয়ন ফলোয়ার সেখানে। কিন্তু ভোট বাজারে তিনি যে নিমিত্ত মাত্র ভোট পেয়েছেন, তাতে করে অবাক হতে হয়।

Ajaz Khan Lost: তিনি টেলিভিশনের চেনা মুখ। সমাজ মাধ্যমে বেশ জনপ্রিয়। তাঁর মিলিয়ন ফলোয়ার সেখানে। কিন্তু ভোট বাজারে তিনি যে নিমিত্ত মাত্র ভোট পেয়েছেন, তাতে করে অবাক হতে হয়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ajaz khan

Tv star lost in Election: হেরে ভুত এই অভিনেতা

তারকাদের রাজনীতিতে যোগ নেহাতই নতুন ঘটনা নয়। বহু তারকা নানা কারণে রাজনীতির ময়দানে পা রেখেছেন। কেউ শাসকদলের হয়ে, আবার কেউ বিরোধীদের হয়ে। কিন্তু এভাবে গোহারা হারবেন তাই বলে? হিন্দি টেলিভিশনের এই তারকা রাজনীতির ময়দানে পা রেখেই যেভাবে পরাস্ত হয়েছেন।

Advertisment

প্রসঙ্গে টেলি তারকা এজাজ খান। তিনি টেলিভিশনের চেনা মুখ। সমাজ মাধ্যমে বেশ জনপ্রিয়। তাঁর মিলিয়ন ফলোয়ার সেখানে। কিন্তু ভোট বাজারে তিনি যে নিমিত্ত মাত্র ভোট পেয়েছেন, তাতে করে অবাক হতে হয়। এজাজ সমাজ পার্টির হয়ে মহারাষ্ট্র নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। কিন্তু, সেখানে মাত্র ১৫৫টি ভোট পেয়েই বেমালুম হেরে বসে আছেন তিনি। এজাজ, একাধিক ধারাবাহিকের মুখ।

শনিবার মহারাষ্ট্র নির্বাচনের ফল ঘোষণা হয়। ভারাসোভা কেন্দ্র থেকে বিধানসভায় ভোটে লড়েছিলেন তিনি। সেখানেই মাত্র ১৫৫টি ভোট পেয়েছেন। আর তাঁর বিপরীতে যিনি শিবসেনার প্রার্থী ছিলেন, হারুন খান তিনি ৬৫ হাজারের বেশি ভোটে জিতেছেন। ওই কেন্দ্রে প্রায় ১৬ জন প্রার্থী ছিলেন। ফলে, এটুকু বোঝা যাচ্ছে তিনি একদম ভয়ঙ্কর ভাবে হেরে গিয়েছেন।

Advertisment

যদিও অভিনেতা নিজের ক্যারিয়ার শুরু করার আগে তিনি বিদেশের রাস্তায় ট্যাক্সি চালাতেন। ২০০৩ সালে পথ নামক একটি হিন্দি ছবিতে কাজ শুরু করেছিলেন। এরপর, ২০০৭ সালে একতা কাপুরের হাত ধরেই টেলিভিশন দুনিয়ায় পা রাখেন। সাধারণত নেগেটিভ চরিত্রেই বেশি কাজ করেছেন এজাজ। যদিও বেশিরভাগ সময়, তাঁর কাজের থেকে বেশি চর্চা হয়েছে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই।

কানাঘুষো শোনা যায়, তাঁর নামে প্রতারণার অভিযোগ পর্যন্ত রয়েছে। কারণ, তিনি নাকি দুবাইয়ের এক তরুণীর থেকে ছবি বানাবেন বলেই লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু, পরবর্তীতে না বানিয়েছেন ছবি, না ফেরত দিয়েছেন টাকা। এখানেই শেষ না। বরং, ২০১৮ সালে মাদক কাণ্ডে নাম জড়িয়ে যায় তাঁর। তাঁকে গ্রেফতার করে পুলিশ। ২০২১ সালে ফের একবার মাদককাণ্ডে তাঁর নাম জড়িয়ে পড়ে। বেশিরভাগ সময় বিতর্ক ঘিরে রেখেছিল তাঁকে।

উল্লেখ্য, অংশ নিয়েছিলেন বিগ বসে। এছাড়াও খাতরো কে খিলাড়ির একটি সিজনেও তিনি যোগ দিয়েছিলেন।

 

bollywood Maharashtra Bollywood Actor