রান্নাঘরে ভয়ঙ্কর দুর্ঘটনা! প্রয়াত থ্রি-ইডিয়টস খ্যাত 'দুবেজি' অখিল মিশ্র

শোকস্তব্ধ পরিবার এবং বলিউড

শোকস্তব্ধ পরিবার এবং বলিউড

author-image
IE Bangla Entertainment Desk
New Update
akhil mishra, dubey ji three idiots, 3 idiots, akhil mishra news, akhil mishra death, akhil mishra 3 idiots, akhil mishra bollywood, akhil mishra amir khan, অখিল মিশ্র, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

প্রয়াত অভিনেতা

একের পর এক বলিউডে দুঃসংবাদ। প্রয়াত, সকলের প্রিয় দুবে জি। শূন্য রাজু - রঞ্চোদের গ্রন্থাগার। না ফেরার দেশে অখিল মিশ্র। শোকস্তব্ধ কাছের মানুষেরা এবং বলিউডের বেশিরভাগ।

Advertisment

তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন 'থ্রি ইডিয়টস' ছবিতে দুবে জ্বীর চরিত্রে। শুধু তাই নয়, ছবিতে মজার চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। একাধিক জায়গায় তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। কী হয়েছিল আসলে? অসুস্থ ছিলেন দীর্ঘদিন, তাঁর মধ্যে একা থাকতে গিয়েই বিপত্তি। সুত্র জানিয়েছে, বাড়িতেই ঘটে গিয়েছে যা ঘটার।

অভিনেতা হাই ব্লাড প্রেসারের রুগী ছিলেন। স্ত্রী ছিলেন না বাড়িতে। রান্নাঘরে, টুলের উপর উঠে কাজ করতে গিয়েই আচমকা পড়ে যান। সেই থেকেই মাথায় আঘাত লাগে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের তরফে হাজার চেষ্টা করা হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁর স্ত্রী সুজান বাড়িতে ছিলেন না। হায়দ্রাবাদে গিয়েছিলেন কাজের সূত্রে। স্বামীর আকস্মিক মৃত্যুতে চূড়ান্ত ভেঙে পড়েছেন তিনি।

Advertisment

আজই, দাহ করা হবে তাঁকে। দেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হবে পরিবারের হাতে। শেষকৃত্যের সম্পূর্ন আয়োজন করছেন পরিবারের লোকেরা। অভিনেতার স্ত্রী শোকে মূহ্যমান। জানিয়েছেন, আর কিছুই বাকি রইল না তাঁর জীবনে। বেটার হাফ চলে গিয়েছেন।

প্রসঙ্গত, তিনি কাজ করেছেন থ্রি ইডিয়ট ছাড়াও 'ওয়েল ডন আব্বা', 'ক্যালকাটা মেইল' এবং শাহরুখের 'ডন' ছবিতেও। তিনি, টেলিভিশনেও অনেক প্রজেক্টে কাজ করেছেন। বেশ জনপ্রিয় কিছু ভুমিকায় তাঁকে দেখা গিয়েছে। 'উত্তরণ', 'পরদেস মে মিলা কোই আপনা' - এমনকি 'শ্রীমান শ্রীমতী' ধারাবাহিকেও তাঁকে দেখা গিয়েছে।

tollywood bollywood Entertainment News