/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/shilpa.jpg)
অক্ষয়-রবিনা-শিল্পা
প্রাক্তন প্রেমিকদের সমারোহ। একই মঞ্চে অক্ষয় থেকে রবিনা এবং শিল্পা। রবিনা এবং অক্ষয়ের বন্ধুত্বপূর্ন আচরণ দেখে চোখ বাঁকিয়েছেন অনেকেই। শুধু তাই নয়, একে অপরকে জড়িয়ে ধরলেন তাঁরা। তারপর?
শহরের একটি স্টাইল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির ছিলেন সকলে। সেখানেই স্টেজে একসঙ্গে দেখা গেল, রবিনা এবং অক্ষয়কে। অক্ষয়কে সামনে দেখতেই, তাঁকে জড়িয়ে ধরলেন রবিনা। দুজনের মধ্যে বেশ কিছু কথা হয়েছে, এও জানতে ইচ্ছুক অনুরাগীরা। মস্ত মস্ত জুটির রসায়ন সবসময়ই মন কেড়েছে দর্শকদের। এবারও ব্যতিক্রম হল না।
Akshay , Raveena and Shilpa in one frame😂🔥#AkshayKumar#ShilpaShetty#Raveenatandonpic.twitter.com/nNSJyZt48N
— ༄ॐSwєtα🔥࿐ (@Swetaakkian) May 8, 2023
কিন্তু আলোচনা এখানেই শেষ নয়। বরং এই একই মঞ্চে প্রসঙ্গ উঠল শিল্পা শেঠিরও। নব্বইয়ের দশকে শিল্পা এবং অক্ষয় এর প্রেম নিয়ে চর্চা ছিল সাংঘাতিক। তাঁদের নাকি বিয়ে হওয়ার কথা ছিল। এবার, প্রকাশ্যে রবিনা প্রশংসা করলেন শিল্পার। বললেন, নব্বই দশকের মালাইকা অরোরা হলেন শিল্পা। কিন্তু কী প্রসঙ্গে এইকথা বলেছেন তিনি?
VIDEO : The blockbuster duo of #AkshayKumar and #raveenatandon are indeed FOREVER TRUE BLUE ROCKSTARS :)#AkshayKumar𓃵#bollywood#bollywoodstars#biharakkianspic.twitter.com/DVp0CFjjt1
— BIHAR AKKIANS (@BiharAkkians1) May 8, 2023
স্টেজে নাকি অক্ষয় বলেন, সেযুগের স্টাইল আইকন ছিলেন মমতা কুলকার্নি। কিন্তু এতে সমর্থন করতে পারেন নি রবিনা। তার কথায়, হ্যাঁ হতে পারে। উত্তর শুনেই অক্ষয় জানতে চান অন্য কাউকে নিয়ে কিছু বলতে চাস? তখনই রবিনা বলেন, আমার মনে হয় শিল্পা শেঠি সবসময় স্টাইলিশ! তাতেও সমর্থন জানান অক্ষয়।
উল্লেখ্য, অনেকদিন পর একইসঙ্গে দেখা গেল তাঁদের। শিল্পাকে জড়িয়ে ধরে গালে চুমু দেন রবিনা। যদিও একথা অজানা নয়, যে অক্ষয়ের সঙ্গে রবিনার আশীর্বাদ পর্যন্ত হয়। কিন্তু পরবর্তীতে সেটি ভেঙ্গেও যায়। সেই প্রসঙ্গেও রবিনা জানিয়েছিলেন, যখন সেই সময় অশান্তি শুরু হয়েছিল তখন একটা যুদ্ধের মত অবস্থা। তবে, আমরা একে অপরের থেকে সরে এসেছিলাম। অন্যদের সঙ্গে প্রেম করছিলাম, সুতরাং হিংসে করার সুযোগই ছিল না।