বিশ্বজুড়ে 'গদর -২' এর ঝড়! তারমাঝে বেশ ফিকে পড়েছে 'OMG -২' এর চার্ম। অক্ষয় কুমার কি আবারও ফেইল করলেন মানুষকে বিনোদন দিতে? যদিও, এই ছবিতে পঙ্কজ ত্রিপাঠির এক অনন্য ভূমিকা। তারপরেও...
শিবগণের এক সদস্য হিসেবে তিনি অভিনয় করেছেন। কিন্ত, এন্টারটেনার হিসেবে অক্ষয় পাশ না ফেল এই নিয়েও সন্দেহ বর্তায়। যেখানে সানি দেওলের ছবি ৮ দিনে ৩০০ কোটি পার সেখানে স্টারার ছবি 'ওএমজি-২' মাত্র ১২০ কোটি টাকার ব্যবসা করেছে। স্বাধীনতার সপ্তাহে অক্ষয় কুমারের একটি ছবি এত কম টাকার ব্যাবসা নেহাতই বক্স অফিসের ক্ষেত্রে ক্ষতি। কিন্তু..
আরও পড়ুন - ছবি হিট করতেই ভরপুর দেমাগ! ধাক্কা – ঝটকায় অনুরাগীদের মন ভাঙলেন সানি দেওল
সূত্রের খবর, এই ছবির জন্য নাকি এক টাকাও পারিশ্রমিক নেননি তিনি। কানাঘুষো খবর এমনই, যে এই ছবি করতে গিয়ে একটাকা নেননি তিনি। প্রযোজনা সংস্থার কর্ণধার অজিত আন্ধারের কথায়, এই ছবির জন্য পারিশ্রমিক নিতে অস্বীকার করেন তিনি। কিন্তু কেন? একের পর এক ছবি ফ্লপ করার জন্যই কি এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি? নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে? ওহ মাই গড, ছবি হিসেবে নিদারুণ জনপ্রিয়তা পেয়েছিল, সেই জায়গায় এই ছবি একেবারেই তাঁর ধারে কাছে ঘেঁষতে পারেনি।
উল্লেখ্য, পঙ্কজ ত্রিপাঠী এই ছবির মূল ইউএসপি। তাঁর অভিনয় দেখতেও দর্শকরা হানা দিয়েছিলেন সিনেমাহলে। অভিনেতা এও জানিয়েছিলেন অক্ষয় এর সঙ্গে কাজ করা এক নিদারুণ অভিজ্ঞতা। সব ছবিতেই তিনি দারুণ পরিশ্রম করেন। এমনকি এই ছবিতে তাঁর চরিত্রের যে নাম সেটিও অক্ষয় ভেবে রেখেছিলেন।