scorecardresearch

পরপর ফ্লপ ছবির পরেও এত পারিশ্রমিক? শুরুর দিনে টাকা চোখেই দেখতেন না অক্ষয়!

তাঁর পারিশ্রমিক নিয়ে কম জলঘোলা হয়নি, তবে শুরুর দিনগুলো কেমন ছিল?

akshay kumar, akshay kumar life, akshay kumar movie update, akshay kumar bollywood
অক্ষয়ের পারিশ্রমিক কত ছিল?

একের পর এক সিনেমা ফ্লপ, গত বছর হোক কিংবা এই বছরের শুরু..অক্ষয়ের ভাগ্য একেবারেই ফিরছে না। সম্রাট পৃথ্বীরাজ থেকে বচ্চন পান্ডে এমনকি কাটপুতলি বক্স অফিসে লাভের মুখ দেখেনি কোনও ছবিই। সকলের কাছে এখন চর্চার বিষয় একটাই, অক্ষয়ের প্রতি ছবি পারিশ্রমিক, কিন্তু…

দীর্ঘ এতবছর সিনেদুনিয়ার সঙ্গে জড়িয়ে রয়েছেন বলিউডের খিলাড়ি কুমার। একসময়ের হোটেলের ওয়েটার বয় থেকে বলিউডের বিগশট, যাত্রা মোটেই সহজ ছিল না। মার্শাল আর্ট এবং অ্যাকশন সিকোয়েন্স মানেই তখন একটাই নাম অক্ষয় কুমার। সেদিন ছিল আর এদিন, বদলেছে অনেক কিছুই। অক্ষয়ের পারিশ্রমিক ব্যতিক্রম নয়। কিন্তু কত টাকা পেতেন প্রথমে খিলাড়ি কুমার? এখন তো, কোটি কোটি টাকার গল্প!

দিদার ছবি দিয়ে শুরু। সেই ছবিতে অভিনয়ের জন্যই ৫০ হাজার টাকা পেয়েছিলেন অক্ষয়। শুধু তাই নয়, এই ছবি হিট করার পরেই সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭০ হাজারের কাছাকাছি। এখন একটি ছবিতে ১০০ কোটি পারিশ্রমিক নেন তিনি। দর্শকদের  শোরগোল তুঙ্গে সেই প্রসঙ্গে। ছবির মান ভাল নয়, একসঙ্গে এত ছবি করেন তিনি, একের পর এক ছবি রিলিজ হচ্ছে। তবে এই অক্ষয় একদিন চোখে না দেখার মত পারিশ্রমিকই পেতেন।

আরও পড়ুন [ TRP নেই, স্লটও হাতছাড়া, চারমাসেই ইতি টানছে এই ধারাবাহিক? ]

প্রথম ১০ বছর খুব একটা সুখের মুখ তিনি দেখেন নি। তখনও স্ট্রাগল করছেন তিনি। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, প্রথম ১০ বছর প্রতি ছবি ২০ লাখের মতোই পেতেন। এখন তো অনেক সুবিধা। একথা, কিছুটা হলেও সঠিক। তখনকার দিনে ছবির পারিশ্রমিক বর্তমান সময়ের মত ছিলই না। বরং দুই শিফটে কাজ করেও মোটা অঙ্কের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা বিরাট বিষয় ছিল।

উল্লেখ্য, গতবছরের পর এবারও তিনি ইমরান হাশমির সঙ্গে যোগ দিয়েছিলেন সেলফি ছবিতে। যদিও সেই ছবিও ভাল ফল দেখতে পারে নি। আবারও ব্যর্থতা অক্ষয়ের।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Akshay kumar first salary via movie actor said