scorecardresearch

‘মায়ের মৃত্যুর পর থেকে সব ছবি ফ্লপ..’, বলেই কেঁদে ফেললেন অক্ষয়

মা হারানোর কথা মনে পড়তেই প্রকাশ্যে কেঁদে ফেললেন অক্ষয় কুমার।

Akshay Kumar, Akshay Kumar films, Akshay Kumar mother, Akshay Kumar selfie, bollywood, অক্ষয় কুমার, অক্ষয় কুমার সেলফি, অক্ষয় কুমারের মা, বলিউডের খবর
মায়ের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন অক্ষয় কুমার

২০২২ সালে গণেশ উল্টেছিল! একটাও হিট সিনেমা দিতে পারেননি। অতিমারী উত্তর পর্বে সবথেকে বেশি সংখ্যক ছবি রিলিজ করেছে ‘খিলাড়ি’র। তবে দক্ষিণী সিনেমার ধুন্ধুমার বাজারে হালে পানি পাননি! সবকটা সিনেমাই ফ্লপ করেছে। এমনকী বলিউড সুপারস্টারদের ভীড়ে দর্শকমনেও প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন। বক্সঅফিসে বারবার কেন ব্যর্থ হতে হচ্ছে? সেই কারণই এবার ফাঁস করলেন।

অক্ষয় কুমার (Akshay Kumar) বললেন, “মায়ের মৃত্যুর পর থেকেই খারাপ সময় কাটছে। মা চলে যাওয়ার পর থেকেই কোনও সিনেমা চলছে না।” বলেই কেঁদে ফেললেন অভিনেতা। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে চিরতরের জন্য মা অরুণা ভাটিয়াকে হারান অক্ষয়। তারপরই অভিনেতার জীবনে নেমে আসে অন্ধকার।

[আরও পড়ুন: রানির কোলের শিশুকে কেড়ে নিল নরওয়ে সরকার! ‘কান্না থামাতে পারছি না’ প্রতিবাদ আলিয়ার]

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অক্ষয়ের উদ্দেশে দিওয়ার সিনেমার সংলাপকে হাতিয়ার করেই প্রশ্ন ছোঁড়া হয়, “আজ আপনার কাছে নাম আছে, ধনসম্পদ আছে, বাংলো আছে, তবে মা নেই..। মা থাকলে কী বলতেন?” – এই প্রশ্ন শোনার পরই চোখে জল চলে আসে অক্ষয়ের।

চোখ মুছে বলেন- “অন্য কথা বলুন।” তবে সঞ্চালক নাছোড়বান্দা। তিনি ওই প্রশ্নে লেগেই থাকেন। এরপরই মায়ের বলা সেরা মন্ত্রের কথা মনে করেন অভিনেতা। অক্ষয় বলেন, “মায়ের একটা খুব সেরা কথা আছে। চিন্তা করিস না বাবা। ঈশ্বর তোর সঙ্গেই আছে।”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Akshay kumar holds back tears told none of his films have worked after mothers death