Advertisment
Presenting Partner
Desktop GIF

Akshay Kumar-Dev: দেবকে নকল করছেন না তো? বাংলার সাংসদ-কে দেখেই গাছ লাগানোর কথা মনে পড়ল অক্ষয়ের?

অক্ষয় কুমার সম্প্রতি মুম্বাইতে একটি বৃক্ষরোপণ উদ্যোগে অংশ নিয়েছিলেন। তিনি তার আসন্ন ছবি সারফিরা মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Akshay Kumar joins tree plantation drive in Mumbai

অক্ষয় কুমার মুম্বাইতে বৃক্ষরোপণ অভিযানে যোগ দিয়েছেন। (ছবি: ভারিন্দর চাওলা)

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার সম্প্রতি মুম্বাইতে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) এবং মেক আর্থ গ্রীন এগেইন (মেগা) ফাউন্ডেশন দ্বারা আয়োজিত একটি বৃক্ষরোপণ উদ্যোগে অংশ নিয়েছিলেন।

Advertisment

শহরের সবুজ আচ্ছাদন বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কমিশনার এবং প্রশাসক ভূষণ গাগরানি অক্ষয় কুমারের পাশাপাশি একটি চারা রোপণ করেছেন। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ট্রি অথরিটির সহযোগিতায়, উদ্যোগটি বান্দ্রার খেরওয়াড়িতে ওয়েস্টার্ন এক্সপ্রেসওয়ে বরাবর ২০০টি বাহাওয়া গাছ লাগানোর উপর দৃষ্টি নিবদ্ধ করে।

এই প্রচেষ্টা শহুরে দূষণ প্রশমিত করার এবং শহরের মধ্যে পরিবেশগত স্থিতিশীলতা প্রচার করার একটি বিস্তৃত কৌশলের অংশ। এদিকে, বিনোদনের ক্ষেত্রে, অক্ষয় কুমারের আসন্ন ছবি সারফিরা এর ট্রেলার প্রকাশের পরে যথেষ্ট গুঞ্জন তৈরি করছে।

জাতীয় পুরস্কার বিজয়ী সুধা কোঙ্গারা দ্বারা পরিচালিত, ছবিটি ভারতের স্টার্টআপ সংস্কৃতি এবং বিমান শিল্পের পটভূমিতে একটি আকর্ষক আখ্যান দেখাবে সেটাই জানা যায়। সারফিরা-এর ট্রেলারে অক্ষয় কুমারকে এমন একটি ভূমিকায় দেখানো হয়েছে যা দর্শকদের মোহিত করেছে, আর্থ-সামাজিক বাধাকে চ্যালেঞ্জ করতে এবং সকলের জন্য ফ্লাইট অ্যাক্সেসযোগ্য করে তোলার জন্য দৃঢ়প্রতিজ্ঞ একজন নিম্নবিত্ত ব্যক্তিকে চিত্রিত করেছেন তিনি।

এদিকে অক্ষয় এর এই কাজের সঙ্গে তুমুল মিল রয়েছে একজনের। টলিউডে দেব রয়েছেন সেই তালিকায়। এবারের নির্বাচনে জেতার পরেই তিনি ঘাটাল জুড়ে বৃক্ষরোপণ শুরু করেছেন। তাহলে কি তাঁকেই নকল করছেন অক্ষয়? সেই নিয়েও প্রশ্ন উঠছে। তাঁর আসন্ন ছবি রিলিজ করতে চলেছে ১২ই জুলাই।

bollywood Akshay Kumar Dev Entertainment News
Advertisment