Advertisment

মুক্তি পেল অক্ষয় কুমারের কেশরির প্রথম পোস্টার

'কেশরি'-র ফার্স্ট লুক প্রকাশিত হল। অক্ষয় নিজেই সোশাল মিডিয়ায় পোস্ট করলেন পোস্টার। সারাগড়ের যুদ্ধের ওপর তৈরি এই ছবি মুক্তি পাবে আগামী বছরের ২১ মার্চ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রিলিজ হল আক্কির পরের ছবি কেশরির প্রথম পোস্টার

'গোল্ড' ও 'প্যাডম্যানের' সুবাদে ২০১৮-টা ভালই কেটেছে অক্ষয় কুমারের। সঙ্গে বৃহস্পতিবার মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি '2.0'-র টিজার। সব মিলিয়ে বেশ ব্যস্ত অক্ষয় কুমার। এত ব্যস্ততার মধ্যেও রিলিজ হল আক্কির পরের ছবি 'কেশরির' প্রথম পোস্টার। পুরো সিনেমা মহল এখন তাকিয়ে খিলাড়ির দিকে। একের পর এক ব্লকবাস্টার দিয়ে চলেছেন যে তিনি।

Advertisment

'কেশরি' সারাগড়ের যুদ্ধের ওপর তৈরি একটি পিরিয়ড ছবি। ১৮৯৭ সালে ২১ জন শিখ দশ হাজার আফগানের বিরুদ্ধে লড়াই করেছিল। এই ঘটনাকে ভিত্তি করেই তৈরি হয়েছে 'কেশরি', ছবিতে অক্ষয় কুমার হাবলদার ইশার সিংয়ের ভূমিকায় অভিনয় করছেন। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন পরিণীতি চোপড়াও।

ছবির পোস্টার এদিন নিজেই টুইট করেন অক্ষয় কুমার। ছবির একটি সংলাপ শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ''আজ মেরা পাগড়ি ভি কেশরি... যো বহেগা মেরা ওহ লহু ভি কেশরি... অউর মেরে জবাব ভি কেশরি''।

প্রসঙ্গত, আজই রচিত হয়েছিল সারাগড়ের ইতিহাস। ধর্মা প্রোডাকশনসের তরফের টুইট করা হয়েছে ছবির পোস্টার।

আরও পড়ুন, বিতর্কে ‘লভরাত্রি’, সলমনের নামে এফআইআরের নির্দেশ

জনপ্রিয় পঞ্জাবি পরিচালক অনুরাগ সিংয়ের পরিচালনায় তৈরি হয়েছে 'কেশরি'। এর আগে 'জাট অ্যান্ড জুলিয়েট', 'পঞ্জাব ১৯৮৪' ছবিগুলি বানিয়েছেন অনুরাগ। এটা তাঁর প্রথম হিন্দি ছবি। গিরিশ কোহলির সঙ্গে ছবিটার চিত্রনাট্যকারও তিনি। 'কেশরি'-র সম্ভাব্য মুক্তির তারিখ ২০১৯-এর ২১ মার্চ।

bollywood movie Akshay Kumar
Advertisment