'যত ভাল অভিনেতাই হও না কেন, স্ত্রীর সামনে হাসি নকলই মনে হয়', অক্ষয়ের সঙ্গে রসিকতা কপিলের

মন্তব্য শুনেই হেসে গড়ালেন অক্ষয়

মন্তব্য শুনেই হেসে গড়ালেন অক্ষয়

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

অক্ষয় কুমার - কপিল শর্মা

হাজার বাক বিতন্ডা, মৌখিক অশান্তি তুচ্ছ করেই অক্ষয় কুমার ( Akshay Kumar ) ফের উপস্থিত ছিলেন দ্যা কপিল শর্মা ( Kapil Sharma ) শোয়ে। যথারীতি কপিলের নিশানায় অক্ষয়ের অবস্থা কাহিল, এবং পোস্ট কা পোস্টমর্টেম সেগমেন্ট চলাকালীনই বেজায় ফাঁসলেন অক্ষয়।

Advertisment

বিবাহবার্ষিকী উপলক্ষেই স্ত্রী টুইংকেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। আর সেই ছবিতেই অনুরাগীদের মন্তব্য দেখে হেসে গড়ালেন তিনি। ভক্তের দাবি, একজন মানুষ যত ভালই অভিনেতা হোক না কেন, স্ত্রীয়ের সামনে তাঁর হাসি নকলই দেখায়- সঙ্গে সঙ্গেই হেসে লুটোপুটি অক্ষয় এবং অন্যান্যরা।

Advertisment

অক্ষয় শুধু একা নয়। সঙ্গে উপস্থিত ছিলেন কৃতী স্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং আরশাদ ওয়ারসি। কৃতীর সঙ্গে যেন ফ্লার্ট না করেন কপিলকে সেই নিয়ে সাবধানও করেন। কমেডিয়ানের সঙ্গে হোলি উৎসবের আয়োজন করতে গিয়েই ফের মজার ছলেই জিজ্ঞেস করেন, কোন বাড়িতে হবে পার্টি?

এর আগেও কপিলকে বিশ্বাসঘাতক বলে বিঁধেছিলেন তিনি। বলেছিলেন, তবে দুজনের সম্পর্ক যে আগের মতই রয়েছে সেই দেখে আপ্লুত দর্শকরা।

Akshay Kumar kapil sharma