১৯৮৯ এর ভয়ঙ্কর সেই রাত! রানীগঞ্জ কোল মাইনে আটকে বহু মানুষ। সেদিন, তাদের মসিহা হয়েছিলেন যশবন্ত সিং গিল। প্রাণ বাঁচিয়েছিলেন বহু মানুষের। কয়লা খনির অন্দরে থাকা সেই গল্পই আজ...
Advertisment
পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কয়লা খনিতে ১৯৮৯ সালে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। সেখানের প্লাবিত কয়লাখনিতে আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধারকার্যে নিদারুণ ভূমিকা পালন করেছিলেন যশবন্ত সিং গিল। এবার, সেই ভূমিকায় অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার। আজই প্রকাশ্যে এসেছে তাঁর ফার্স্ট লুক।
ছবির নাম - 'মিশন রানীগঞ্জ'। সম্পূর্ন, পাঞ্জাবি অবতার। মাথায় পাগড়ি, চোখে চশমা.. অক্ষয় জসওন্ত সিং গিল হিসেবে স্ক্রিনে উত্তীর্ণ হয়েছেন। ছবির ফার্স্ট লুক শেয়ার করেই তিনি লিখলেন, হিরোরা মেডেল পাওয়ার জন্য কোনও কাজ করে না। জানুন, ভারতের এক দুর্ধর্ষ যোদ্ধার গল্প। মিশন রানীগঞ্জ আসছে। এই ছবির লুক ভাইরাল হয়েছিল বহুদিন আগে। টিজার রিলিজ করবে আগামীকাল।
২২ নভেম্বর, ১৯৩৭ সালে জন্মগ্রহণকারী যশবন্ত গিল ছিলেন পাঞ্জাবের অমৃতসরের সাথিয়ালার বাসিন্দা। অমৃতসরের বিখ্যাত খালসা কলেজে তিনি পড়তেন। ১৯৮৯ সালে পশ্চিমবঙ্গের রানিগঞ্জে একটি প্লাবিত কয়লা খনিতে আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি সিনিয়র অফিসার হিসেবে নিজের দায়িত্ব পালন করেন। অনেকেই তাঁকে ভেতরে যেতে না করেন। কিন্তু, তারপরেও তিনি বাঁধা না মেনেই একাজ করেন।
অক্টোবরের ৬ তারিখ রিলিজ করবে এই ছবি। প্রসঙ্গত, অক্ষয় এর আগে শিবগণের এক সদস্যের ভূমিকায় অভিনয় করেছেন। Omg 2 ছবিতে তাঁকে দেখা গিয়েছে।