বাবার পরিচয় চায় না অক্ষয় পুত্র! কিন্তু কেন?

২০০২ সালে টুইংকেল খান্না ও অক্ষয় কুমার জন্ম দেয় আরভের। আরব ছাড়াও তাদের রয়েছে সাত বছরের মেয়ে নি তারা।

২০০২ সালে টুইংকেল খান্না ও অক্ষয় কুমার জন্ম দেয় আরভের। আরব ছাড়াও তাদের রয়েছে সাত বছরের মেয়ে নি তারা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বলিউড স্টার অক্ষয় কুমার নিজেই জানালেন তার ছেলে আরভ ঝাঁ-চকচকে লাইমলাইট চায় না সে। যে নিজের পরিচয় বড় হতে চায়।

Advertisment

২০০২ সালে টুইংকেল খান্না ও অক্ষয় কুমার জন্ম দেয় আরভের। আরব ছাড়াও তাদের রয়েছে সাত বছরের মেয়ে নি তারা।

"আমার ছেলে খুবই আলাদা। কখনো কাউকে জানায় না যে ও আমার ছেলে। এই তারাদের জগত থেকে নিজেকে সরিয়ে রেখেছে। ও সব সময় চাই ওর নিজের একটা পরিচয় হোক। আমি ওর চাহিদাটা বুঝতে পারি। আমি ওকে ছেড়ে দিয়েছি। ওর মন যা চায় তাই করতে পারে।" ডিসকভারি তেলের একটি অনুষ্ঠানে বিয়ার গ্রিলস কে একথা জানান খিলাড়ি।

Advertisment

লক্ষ্মী বোম্ব হরর কমেডি ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা কে। অক্ষয় জানিয়েছে তিনি নিজেকে দেখতে পান তার ছেলের মধ্যে। তিনিও ছোটবেলায় এমন ভাবেই নিজের পরিচয় করতে চেয়ে ছিলেন।

আমার বাবা আমায় শিখিয়েছিলেন কিভাবে নিজের জীবনকে নিয়মের মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়। আমার মনে হয় আমার সন্তান সেই পথেই হাঁটছে।

১১ ই সেপ্টেম্বর ডিসকভারি চ্যানেলের সন্ধ্যা আটটায় দেখা যাবে আকাশের সঙ্গে বেয়ার গ্রিলস কে। ১৪ ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এর আগে নরেন্দ্র মোদি ও রজনীকান্তকে দর্শকরা বিয়ার গ্রিলসের সঙ্গে দেখেছেন।

Akshay Kumar