Entertainment News: অভিযোগের কেন্দ্রে প্রিয়াঙ্কা! অক্ষয়ের বাড়ি ছেড়ে চলে যান টুইঙ্কল? মুখ খুললেন নির্মাতা

প্রিয়াঙ্কার সঙ্গে অক্ষয়ের সম্পর্কের গুঞ্জনই সেই দূরত্বের অন্যতম কারণ। এমনকি গত ২০ বছর ধরে তাঁদের মধ্যে কোনও কথাবার্তা হয়নি বলেও জানান সুনীল।

প্রিয়াঙ্কার সঙ্গে অক্ষয়ের সম্পর্কের গুঞ্জনই সেই দূরত্বের অন্যতম কারণ। এমনকি গত ২০ বছর ধরে তাঁদের মধ্যে কোনও কথাবার্তা হয়নি বলেও জানান সুনীল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
pri

যা বললেন নির্মাতা...

 চলচ্চিত্র নির্মাতা সুনীল দর্শন ফের মুখ খুললেন বলিউডের এক সময়ের বহুল চর্চিত জুটি অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়ার গুজব সম্পর্ক নিয়ে। এই বিতর্কই নাকি অক্ষয়ের সঙ্গে তাঁর বহু বছরের সম্পর্কের ইতি টেনেছে— এমনই দাবি করেছেন তিনি।

Advertisment

সুনীল জানান, অক্ষয়ের সঙ্গে টানা সাত বছরে সাতটি ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু যখন অক্ষয়ের ক্যারিয়ার নতুন উচ্চতায় পৌঁছায়, তখন থেকেই দুজনের দূরত্ব তৈরি হয়। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, প্রিয়াঙ্কার সঙ্গে অক্ষয়ের সম্পর্কের গুঞ্জনই সেই দূরত্বের অন্যতম কারণ। এমনকি গত ২০ বছর ধরে তাঁদের মধ্যে কোনও কথাবার্তা হয়নি বলেও জানান সুনীল।

টুইঙ্কল খান্নার নিষেধ ও ‘বরসাত’-এর শুটিং থেমে যাওয়া

Advertisment

বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল দর্শন জানান, তিনি প্রিয়াঙ্কা ও অক্ষয়কে নিয়ে বরসাত ছবির কাজ শুরু করেছিলেন। একটি গানের শুটিংও হয়েছিল। কিন্তু হঠাৎ করে অক্ষয় ব্যক্তিগত সমস্যার কথা বলে শুধুমাত্র একজন অভিনেতাকে নিয়ে ছবিটি শেষ করার অনুরোধ করেন। সুনীলের কথায়,"একজন অভিনেতা হিসেবে দায়িত্বশীল হওয়া দরকার, বিশেষ করে যদি তিনি বিবাহিত হন। তবে মানুষ ভুল করতেই পারে। আর প্রযোজকদের সেই ভুলের বোঝা বইতেই হয়। আমি এই দায় প্রিয়াঙ্কার উপর চাপাতে চাই না।" 

একটি পুরনো সাক্ষাৎকারে (ফ্রাইডে টকিজ)-এ সুনীল দাবি করেছিলেন, প্রিয়াঙ্কা ও অক্ষয়ের সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়ে পড়ার পর টুইঙ্কল খান্না বাড়ি ছেড়ে গিয়েছিলেন। সুনীল বলেন, "একজন অভিনেতা হিসেবে আপনাকে দায় নিতে হবে। টুইঙ্কল নিজেও একজন অভিনেত্রী, ইন্ডাস্ট্রির অভিজ্ঞ মানুষ, তিনি সব বুঝতেন। আমি প্রিয়াঙ্কাকে দোষ দিচ্ছি না। তিনি যা করছিলেন, নিজের স্বার্থে করছিলেন।" 

হলিউডমুখী প্রিয়াঙ্কা, আর চুপ অক্ষয়

ভিকি লালওয়ানির সাথে আরও এক সাক্ষাৎকারে সুনীল জানান, প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে না চাওয়া অক্ষয়ের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। "১৮ মাস আমাকে অপেক্ষা করানোর পর হঠাৎ জানালেন তিনি আর ছবিটিতে কাজ করবেন না। আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম।" তিনি আরও জানান, অক্ষয় পরে তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অন্য ছবিতে কাজ করবেন, কিন্তু সুনীল তা বিশ্বাস করতে পারেননি।

প্রসঙ্গত, প্রিয়াঙ্কা চোপড়া ও অক্ষয় কুমার একসঙ্গে আন্দাজ, আইতরাজ এবং ওয়াক্ত: দ্য রেস অ্যাগেইনস্ট টাইম- ছবিতে কাজ করেছিলেন। যদিও প্রিয়াঙ্কা আজ বলিউড থেকে হলিউডে পাড়ি দিয়েছেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অক্ষয়ের অ্যাকশন দক্ষতার প্রশংসা করেছেন।

priyanka chopra Entertainment News Entertainment News Today