/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/akshay.jpg)
Akshay Kumar Not Attend Ram Mandir Inauguration: কেন থাকছেন না অক্ষয়? ছবি-ইনস্টা
Akshay Kumar Not Attend Ram Mandir Consecration: আজ সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ এতবছরের লড়াই শেষে আজ দেশজুড়ে উৎসবের মরশুম ( Ayodhya Ram-Mandir )। একের পর এক তারকা পৌঁছে গিয়েছেন অযোধ্যা। গতকাল থেকে অনেকেই হাজির হয়েছেন। তবে, আজ সকাল হতেই আলিয়া রণবীর ( Alia-Ranbir ) থেকে ক্যাটরিনা ভিকি ( katrina-Vicky )! মুম্বাই বিমান বন্দরে দেখা মিলল তারকাদের।
যদিও, এসবের মধ্যে থাকতে পারবেন না অক্ষয় কুমার ( Akshay Kumar )। তাঁর সঙ্গী টাইগার শ্রফও ( Tiger Shroff ) আজকের পবিত্র দিনে উপস্থিত থাকতে পারবেন না। কারণ তারা জর্ডানে নিজেদের কাজের কারণে ব্যস্ত। অভিনেতা অক্ষয় কুমার, পাঠিয়েছেন অনুদান। তাঁর সঙ্গে দান করেছেন মন্দিরের ইটও। কিন্তু, কাজের জন্য থাকতে পারছেন না তিনি। জর্ডন থেকেই কী বার্তা দিলেন তিনি?
শুরুতেই জয় শ্রী রাম ধ্বনি দিলেন তারা। পাশে টাইগার শ্রফকে নিয়েই অক্ষয় বললেন, "আজকের দিনটা সারা দেশের রাম ভক্তদের জন্য খুব জরুরী এবং আনন্দের। কত শত বছরের অপেক্ষার পর রামলালা নিজের জায়গায় ফিরেছেন। অযোধ্যা তাঁকে স্বাগত জানাতে ব্যস্ত। আমরা সকলেই ছোট থেকে শুনেছি রামায়ণ কথা। আর, আজকে এই পবিত্র সময়ে চোখে দেখাও যেন ভাগ্যের ব্যাপার। আমি আশা করব, আপনারা দেশে উপভোগ করবেন। আমাদের সকলের তরফ থেকে রামমন্দির প্রতিষ্ঠার শুভেচ্ছা।"
উল্লেখ্য, অভিনেতা বর্তমানে ব্যস্ত শুটিংয়ের কাজে। সেকারণেই বিশেষ আমন্ত্রণ পেয়েও তিনি আজ থাকতে পারবেন না। ফলেই বেশ মন খারাপ তাঁর। আর অভিনেতাকে রাম মন্দিরের শুভেচ্ছা দিতে দেখেই শুরু হল ট্রোল। কেউ বললেন, আপনি তো ভারতীয় না। আবার কারওর কথায়, আগে কোথায় ছিলেন আপনারা?
প্রসঙ্গত, আজকের দিনের অপেক্ষায় ছিলেন গোটা দেশ। ৫২৪ বছর পর ফিরছেন রামলালা। ইতিমধ্যে, অযোধ্যায় পৌঁছে হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই করবেন প্রাণ প্রতিষ্ঠা।