/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/10/akki.jpg)
অক্ষয় কুমারের কোটির সম্পত্তি!
একটা সিনেমা থেকেই কোটি কোটি টাকা, এত টাকার বাংলো তার ওপর আবার প্রাইভেট জেট! অক্ষয় কুমারের ( Akshay Kumar ) বিরাট সম্পত্তির ওপর ব্যাকা নজরে দেখেছেন অনেকেই। তবে এবার মুখ খুললেন অভিনেতা।
বছরে তিন থেকে চারটি ছবি। একটি ছবি থেকেই কয়েকশো কোটির আয়, তাঁর পক্ষে প্রাইভেট জেট কেনা কোনও ব্যাপার নয়। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে ২৬০ কোটি টাকার প্রাইভেট জেট বিমানের মালিক তিনি! আর এই খবর নজরে আসতেই মুখ খুললেন অক্ষয়। বললেন, এই খবর সম্পূর্ন ভুয়ো! একদম বিশ্বাস করবেন না। কী লিখলেন অক্ষয়?
আরও পড়ুন < ‘রবীন্দ্র সঙ্গীত কোনও ছেলেখেলা নয়’, মীরের গান শুনতেই রেগে আগুন দর্শকরা >
প্রাইভেট জেট বিমানের সামনে দাড়িয়ে আছেন তিনি এবং অভিনেত্রী বাণী কাপুর। সেই ছবির তথ্য সম্পূর্ন হাওয়ায় ওড়ালেন খিলাড়ি কুমার। লিখলেন, মিথ্যে মিথ্যে! ছোটবেলায় শুনেছিলেন এসব গুজব? তাহলে বলব আপনারা এখনও বড়ই হননি। কিসের ভিত্তিতে এসব লেখেন? যাক গে, আমি আপনাদের এই বিশ্বাস থেকে সরে যেতেও দেব না। আমার সম্পর্কে যুক্তিহীন কথা বার্তা লিখুন, আমি বাকিটা বুঝে নেব। এগুলো এইধরনের মানুষের জন্য পিওএফ হয়েই থাকুক!
Liar, Liar…pants on fire! Heard this in childhood? Well, some people have clearly not grown up, and I’m just not in a mood to let them get away with it. Write baseless lies about me, and I’ll call it out. Here, a Pants on Fire (POF) gem for you. 👇#POFbyAKpic.twitter.com/TMIEhdV3f6
— Akshay Kumar (@akshaykumar) October 16, 2022
২৬০ কোটির সম্পত্তির নাম শুনতেই আকাশ থেকে পড়লেন অক্ষয়? একেতেই একটা সিনেমা করে এত কোটি টাকা আয় করেন, একথা প্রকাশ্যে আসার পর থেকেই দর্শক তাঁর ওপর বেজায় ক্ষেপে। এত টাকা কিন্তু একের পর এক সিনেমা ফ্লপ? তারসঙ্গে নিজের বেস্ট দিতেও ভুলে গেছেন অক্ষয়, এই মন্তব্যও শোনা গিয়েছিল। সূর্যবংশীর পর আর কোনও ছবি লাভের মুখ দেখেনি।
তবে, আপাতত ব্যস্ত রামসেতু ছবি নিয়ে। আগামীতে এই ছবিতেই তাকে দেখা যাবে। সম্রাট পৃথ্বীরাজ থেকে রক্ষা বন্ধন একেবারেই কামাল করতে পারেনি সেটা বলাই বাহুল্য।