/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/akshay.jpg)
অক্ষয় কুমার
সিনেমা তৈরি শেষ হওয়ার আগেই যদি প্রযোজক হাওয়া হয়েযায়, তাহলে সমস্যাটা যে কী মারাত্মক! অক্ষয় কুমারের একটি ছবিতেও এই একই সমস্যার দেখা দিয়েছিল। এবং, সেকারণেই ছবির গুরুত্বপূর্ন একটি অংশ বাদ পর্যন্ত থেকে যায়।
অক্ষয় কুমারের ক্রাশ ছিলেন শ্রীদেবী। তাঁর সঙ্গে একটি ছবিই করেছিলেন অক্ষয়। মেরি বিবি কা জবাব নেহি। এই ছবির ক্লাইম্যাক্স নিয়েই এক বিরাট গল্প আছে। যা নিজের মুখে স্বীকার করেন অক্ষয়। কী সেই গল্প? অক্ষয়ের যে শ্রীদেবীর ওপর একটা ভালবাসা আছে সেটা জানতেন না করণ। জানার পরেই তিনি বলেন, কিন্তু শ্রীর সঙ্গে তো কোনও ছবি রিলিজ করেনি তোমার? তারপরেই অক্ষয় বললেন...
আরও পড়ুন - নীল-তৃণার নতুন শুরু! ‘আমাদের প্রথম…’, আমন্ত্রণ জানালেন তারকা দম্পতি
"না, রিলিজ করেছে তো! আর কীভাবে করেছিল জানো? এই একটাই ছবি যার ক্লাইম্যাক্স ছাড়া রিলিজ করেছিল। শুটিং করাই হয়নি সেই পার্ট। আর সেটাই ছিল আমাদের বদলা নেওয়ার পার্ট। যখন রিলিজ করল, তখন ক্লাইম্যাক্স পার্ট টুকুর জায়গায় লেখা ছিল - "এরপর ওরা দুজন মিলে বদলা নিল"। আর শেষে, একটা গান ছিল, যে আমরা খুব খুশি"। একথা শুনে হেসে খুন করণ। এমনও হয়। কারণ কী?
কারণ, জানতে চাইলেই অক্ষয় বলেন প্রোডিউসার কোথায় হাওয়া হয়ে গেল আমরা জানতেই পারলাম না। তাই আর শুটিং করাও হয়নি। কিন্তু, এই একটি ছবিতেই শ্রীদেবীর সঙ্গে কাজ করেছিলেন তিনি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us