New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/akki.jpg)
কী বললেন অক্ষয়?
অক্ষয় কুমার নিজে বছরে ৪টে ছবি করেন। এই নিয়ে তাঁকে অনেক কথা শুনতে হয়। তিনি একটি ছবির পেছনে সময় দেন না, সেটাও তাঁকে নানা কটাক্ষের মুখে ফেলে। ছবি এখন হিটের থেকে বেশি ফ্লপ হয়। আর সেসব নিয়েই আরও সমালোচনা।
কী বললেন অক্ষয়?
'এই আমি মরিনি রে...', মানুষের দয়া দাক্ষিণ্য শুনতে শুনতেই প্রাণ যায় অবস্থা অক্ষয় কুমারের। অভিনেতা যেন হতবাক সম্পূর্ন বিষয় নিয়ে। কিন্তু, কেন তাকে এত কথা শুনতে হয়? অভিনেতা খোলসা করলেন সেকথা।
অক্ষয় কুমার নিজে বছরে ৪টে ছবি করেন। এই নিয়ে তাঁকে অনেক কথা শুনতে হয়। তিনি একটি ছবির পেছনে সময় দেন না, সেটাও তাঁকে নানা কটাক্ষের মুখে ফেলে। ছবি এখন হিটের থেকে বেশি ফ্লপ হয়। আর সেসব নিয়েই আরও সমালোচনা। আর যেই না ছবি ফ্লপ হল, সঙ্গে সঙ্গেই তার কাছে এমন কিছু ফোন আসে যে অক্ষয়ের মাথা খারাপ হওয়ার অবস্থা।
অভিনেতা বলেন, আমার ৪-৫ টা ছবি চলেনি। কিন্তু, সেগুলো ফ্লপ হওয়ার পর আমার কাছে এমন ফোন আসে। তাঁরা মর্মান্তিক সুরে আমায় স্বান্তনা দেয় যে, অক্ষয়, কিছু মনে করো না। সব ঠিক হয়ে যাবে। আরেহ আমি মরিনি রে, কেন এসব বলে আমায় আমি জানি না। শোকবার্তা পাঠানোর কী আছে?
এমনকি, একজন সাংবাদিক তাঁকে নিয়ে যা লিখেছিলেন, আজও ভোলেননি অক্ষয়। অক্ষয় বলেন, "উনি লিখেছিলেন, ও আবার ফিরবে। আরেহ আমি গিয়েছিলাম কোথায়? যে ফিরব? এখানেই আছি আমি। কাজ করে যেতে হবে। কাজ করতেই হবে। মানুষ যাই বলুক। সকালবেলা উঠব, কসরত করব সঙ্গে সঙ্গে উদ্যম নিয়ে কাজ করব। আমি নিজের যোগ্যতায় টাকা উপার্জন করি। কারওর থেকে চাইনি।"
উল্লেখ্য, কিছুদিন আগেই তাঁর সরফিরা রিলিজ করেছিল। যদিও বা সেটি সাফল্য লাভ করেনি। আবার আগামীতে রিলিজ করতে চলেছে খেল খেল মেইন। সেই ছবির একটি গান বেশ জনপ্রিয়তা পেয়েছে।