Akshay House Sell: পর পর ফ্লপ ছবি! একের পর এক বাড়ি বিক্রি করছেন অক্ষয় কুমার, অর্থকষ্টে ভুগছেন 'খিলাড়ি'?

Akshay Kumar: একের পর এক সম্পত্তি বিক্রি করছেন অক্ষয় কুমার। মুম্বইয়ের বুকে আরও একটি বাড়ি চড়া দামে বেচে দিলেন বলিউডের খিলাড়ি।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
চরম অর্থকষ্টে চড়া দামে একের পর এক সম্পত্তি বিক্রি!

চরম অর্থকষ্টে চড়া দামে একের পর এক সম্পত্তি বিক্রি!

Akshay Kumar sells  Another Property: ২৪ জানুয়ারি মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত স্কাই ফোর্স। ফ্লপের গেড়ো কাটিয়ে স্কাই ফোর্সের মাধ্যমে যেন আক্কির ভাগ্যের চাকা কিছুটা ঘুরেছে সে কথা বলাইবাহুল্য। ছবি মুক্তির পরই মুম্বইয়ে নিজের বাড়ি বিক্রি করেছেন বলিউডের খিলাড়ি। ৪.২৫ কোটিতে বিক্রি হয়েছে আক্কির সম্পত্তি। ২০১৭-তে ২.৩৮ কোটিতে অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন। ২০২২-এ অক্ষয় মুম্বইয়ের পশ্চিম আন্ধেরির একটি সম্পত্তি ছ'কোটিতে বিক্রি করেছিলেন সংগীত পরিচালক ডব্বু মালিককে। এবার আরও একটি সম্পত্তি বিক্রি করে দিলেন অক্ষয়। 'Square Yards'-এর রিপোর্ট মোতাবেক, ৪.৩৫ কোটিতে বাড়ি বিক্রি করে দিলেন বলিউডের খিলাড়ি। সম্পত্তির রেজিস্ট্রেশনের তথ্য অনুযায়ী ২০২৫-এর মার্চেই চুক্তিবদ্ধ হয়েছেন আক্কি। 

Advertisment

প্রায় ২৫ একর জায়গার উপর ওবেরয় রয়্যালটির বাড়িটি তৈরি করেছিল। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, স্ট্যাম্প ডিউটির জন্য আক্কি ২৬.১ লাখ টাকা খরচ করেছেন। আর রেজিস্ট্রেশনের জন্য খরচ হয়েছে ৩০ হাজার। সাত বছর আগে অর্থাৎ ২০১৭-তে এই সম্পত্তি ২.৩৭ কোটিতে কিনেছিলেন অক্ষয় কুমার। অনেকটা লাভ রেখেই বাড়িটি বিক্রি করলেন বলিউডের খিলাড়ি। প্রসঙ্গত, গত জানুয়ারিতে ওবেরয় স্কাই সিটিতে যে বাড়িটি বিক্রি করেছেন সেখানে ছিল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট, তিনটি বেডরুম, একটি স্টুডিও। এই হাউজিং কমপ্লেক্সে অক্ষয় ছাড়াও অমিতাভ, অভিষেক সহ বিটাউনের বেশ কিছু সেলেবের অ্যাপার্টমেন্ট আছে। 

Advertisment

প্রসঙ্গত, অমিতাভ বচ্চনও সম্প্রতি মুম্বইয়ের ওশিওয়াড়ার বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিয়েছেন। সম্পত্তির রেজিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, ৮৩ কোটিতে বিক্রি করছেন বিগ বি। এই মুহূর্তে বলিউডের অন্দরে যেন বাড়ি বিক্রির ধুম। অমিতাভ থেকে অক্ষয়, মোটা লাভে বিক্রি করে দিচ্ছেন পুরনো সম্পত্তি। আক্কির ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি ছবি। সেই তালিকায় রয়েছে ভূত বাংলো, হাউজফুল ৫, জলি এলএলবি ৩, হেরা ফেরি ৩, ওয়েলকাম টু দ্যা জঙ্গল প্রমুখ। 

Akshay Kumar bollywood movie Bollywood News Bollywood Actor Bollywood Celeb Home