Akshay Kumar Mumbai Apartment Sell: ২৪ জানুয়ারি মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত স্কাই ফোর্স। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসের আয় বেশ নজরকাড়া। ফ্লপের গেড়ো কাটিয়ে স্কাই ফোর্সের মাধ্যমে যেন আক্কির সাফল্যের উড়ান উড়ল। এর মাঝেই মুম্বইয়ে নিজের বাড়ি বিক্রি করে দিলেন বলিউডের খিলাড়ি। ৪.২৫ কোটিতে বিক্রি হল আক্কির বাড়ি।
স্কোয়ার ইয়ার্ডসের রিপোর্ট মোতাবেক, ২১ জানুয়ারিই সই-সাবুত করে ফেলেছেন মিস্টার কুমার। ওবেরয় স্কাই সিটিতে অক্ষয়ের ছিল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট, তিনটি বেডরুম, একটি স্টুডিও। ২০১৭-তে ২.৩৮ কোটিতে অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন।
এই হাউজিং কমপ্লেক্সে অক্ষয় ছাড়াও অমিতাভ, অভিষেক সহ বিটাউনের বেশ কিছু সেলেবের অ্যাপার্টমেন্ট আছে। ২০২২-এ অক্ষয় মুম্বইয়ের পশ্চিম আন্ধেরির একটি সম্পত্তি ছ'কোটিতে বিক্রি করেছিলেন সংগীত পরিচালক ডব্বু মালিককে।
প্রসঙ্গত, অমিতাভ বচ্চনও সম্প্রতি মুম্বইয়ের ওশিওয়াড়ার বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিয়েছেন। সম্পত্তির রেজিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, ৮৩ কোটিতে বিক্রি করছেন বিগ বি। ১.৫৫ একর জমির উপর তৈরি অমিতাভ বচ্চনের ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে রয়েছে চার, পাঁচ ও ছয় বেডরুমের ফ্ল্যাট রয়েছে।
২০২১-এর এপ্রিলে ৩১ কোটিতে ২৭ ও ২৮ তলায় ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন অমিতাভ। বর্তমানে এই অ্যাপার্টমেন্টের দাম ৮৩ কোটি। অমিতাভের এই সম্পত্তিটি কিনেছেন বিজয় সিং ঠাকর ও কমল বিজয় ঠাকর। এই মুহূর্তে বলিউডের অন্দরে যেন বাড়ি বিক্রির ধুম।
অমিতাভ থেকে অক্ষয়, মোটা লাভে বিক্রি করে দিচ্ছেন পুরনো সম্পত্তি। ২৪ জানুয়ারি স্কাই ফোর্স মুক্তির প্রথমদিনের আয় ১৫ কোটি। আক্কির ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি ছবি। সেই তালিকায় রয়েছে ভূত বাংলো, হাউজফুল ৫, জলি এলএলবি ৩, শংকরা প্রমুখ।
এই ছবির মাধ্যমে বলিউডে হাতেখড়ি হল ভীর পাহাড়িয়ার। প্রাক্তন সারা আলি খানের সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন। তাঁদের সম্পর্কও একটা সময় হয়ে উঠেছিল পেজ ৩-এর হট কেক। কিন্তু, ব্যক্তিগত জীবন নিয়ে দুজনেরই মুখে কুলুপ।
স্কাই ফোর্সের প্রচারে প্রাক্তন সারা সম্পর্কে সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করেন। বিন্দুমাত্র বিরক্তি প্রকাশ না করে অকপট জবাব, 'ও ভীষণ সাপোর্টিভ। ইন্ডাস্ট্রিতে অনেকদিনের অভিজ্ঞতা রয়েছে। আমাকে অনেক সাহায্য করেছেন। আমি ওঁর কাছে কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ সারা!'