Advertisment
Presenting Partner
Desktop GIF

Akshay Kumar-Twinkle: শত্রুও এমন করে? বিশেষ দিনেই বউয়ের চরম ভিডিও ফাঁস, তাঁকে হাসির পাত্র করে তুললেন অক্ষয়!

Akshay shared Twinkle's video: টুইঙ্কেল কি আর জানতেন তাঁর এই কান্ডকীর্তি রেকর্ড হচ্ছে, এবং তাঁর বর নিজেই ফাঁস করে দেবেন সেসব ভিডিও? আর তাও এভাবে, জন্মদিন উপলক্ষে?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
twinkle khanna-akshay kumar

টুইঙ্কেলের এ কি ভিডিও দেখালেন অক্ষয়? Photograph: (Instagram)

 অভিনেতা অক্ষয় কুমার আসলে কতবড় প্র্যাংকস্টার, সেকথা তাঁরাই জানেন যারা তাঁর সঙ্গে কাজ করেছেন। কার সঙ্গে কিভাবে মজা করতে পারেন তিনি, সেকথা তাঁর কাছের মানুষরা এমনিতেই জানেন। কিন্তু, তাঁর বন্ধুরা একেবারেই যাই হন না যেন, তাঁর স্ত্রী অর্থে টুইঙ্কেল সবথেকে বেশি তাঁর রসিকতার শিকার হন।

Advertisment

একথা অস্বীকার করার জায়গা নেই, যে সাধারণ মানুষের পক্ষে অক্ষয়ের রসিকতা এবং তাঁর প্র্যাংক সহ্য করা একটু মুশকিল। কিন্তু, টুইঙ্কেল যেভাবে সবটা সামলাচ্ছেন। আজও তো বউয়ের জন্মদিনে যে এমন একটা পোস্ট করে বসবেন তিনি সেকথা কেউ ভাবতেও পেরেছিল? কোথায় বউয়ের জন্মদিনে রোমান্টিক কিছু পোস্ট করবেন কিন্তু না, তাঁকে দেখা গেল এমন কিছু শেয়ার করতে...

মানুষ লোকসম্মুখে একরকম, কিন্তু সে নিজের বাড়িতে একদম আলাদা। টুইঙ্কেল কি আর জানতেন তাঁর এই কান্ডকীর্তি রেকর্ড হচ্ছে, এবং তাঁর বর নিজেই ফাঁস করে দেবেন সেসব ভিডিও? আর তাও এভাবে, জন্মদিন উপলক্ষে? টুইঙ্কেল বরাবর খুব সিরিয়াস মানুষ। তিনি যেমন লেখিকা তেমনই তিনি নিজের পড়াশোনা নিয়ে বর্তমানে ব্যস্ত। আর আজ যেভাবে তাঁকে দেখা গেল। অক্ষয় তাঁর বউয়ের আসল বনাম নকল অবতার সকলের সামনে নিয়ে এলেন।

অভিনেতা একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে বউয়ের সুপ্ত প্রতিভা সকলের সামনে জাহির করে বলছেন তিনি। লোকে যেমন টুইঙ্কেলকে ভাবে, আসলে তিনি সেরকম না? সেই ভিডিওতে অন্তত সেটাই পরিষ্কার। দেখা গেল, ভিডিওর প্রথম ক্যাপশনে লেখা, আমার বউকে সবাই যেমন ভাবে..  তারপর একদম তারকা সুলভ আচরণ টুইঙ্কেলের। মৃদু হাওয়ায় উড়ে যাচ্ছে চুল। সূর্যের হালকা আলোয় নিজেকে ভেবে মেলে ধরেছেন তিনি... আর তারপরে ভাগে?

Advertisment

অভিনেতার সেই ভিডিওতে পরের ক্যাপশন, আসলে আমার বউ যেরকম! দেখা গেল টুইঙ্কেল হেসে গেয়ে নাচতে ব্যস্ত। এলোমেলো চুল, নেচে কুদে অস্থির অভিনেত্রী। সামনে কেউ না থাকলে মানুষ ঠিক যেরকম আচরণ করেন, যে কেউ দেখছে না কেউ শুনছে না। কিন্তু আড়াল থেকে কেউ চুপিসারে ভিডিও করে নেয়। ঠিক সেরকম হাত পা ছুঁড়ে নাচতে লাগলেন তিনি। আর এরপরই দেখা গেল, অক্ষয় তাঁকে থামতে বলছেন। এই ভিডিওর মাধ্যমে বউকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ব্যাকগ্রাউন্ডে বাজছে তাঁর বউয়ের নাম যুক্ত একটি গান। আর এই ভিডিও দেখে হেসে খুন বাকিরা। কেউ বউয়ের জন্মদিনে যে এই ভিডিও শেয়ার করতে পারেন, সেকথা কেউ ভাবতেও পারেন না। তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন অনেকেই। তারকাদের অনেকেও তাতে বাদ পড়েননি।

Bollywood Actor bollywood bollywood actress Twinkle Khanna Akshay Kumar
Advertisment