/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/akshay-2.jpg)
মণিপুর কাণ্ডে অক্ষয়ের বক্তব্য
প্রকাশ্যে দুই মণিপুরি মহিলাকে নগ্ন করে যৌন হেনস্তা, গা রি রি করে ওঠার মত ঘটনা। এতদিন এহেন চরম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে দৃষ্টি এড়িয়ে রাখলেও এবার নজর পড়েছে সকলের। সকাল হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বক্তব্য রেখেছেন। শুধু তিনিই নন, এবার আওয়াজ তুলেছেন অক্ষয় কুমার খোদ।
তিনি সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে অবগত। তারপরও অক্ষয় কীভাবে মুখ ফিরিয়ে থাকলেন, এই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসলেন সকলে? দুমাস ধরে মণিপুর উত্তপ্ত। একাধিক হত্যা, মেয়েদের সম্মানহানি থেকে শুরু করে নানা অপ্রীতিকর ঘটনা। তবে, সাম্প্রতিক যে ভিডিও নজরে এসেছে সেটি কুরুচিকর, সমাজের প্রতি অসম্মানজনক। অক্ষয় নিজের সোশ্যাল মিডিয়ায় বললেন..
Shaken, disgusted to see the video of violence against women in Manipur. I hope the culprits get such a harsh punishment that no one ever thinks of doing a horrifying thing like this again.
— Akshay Kumar (@akshaykumar) July 20, 2023
"আমি হতাশাগ্রস্থ! আমি অবাক! ভীষণ অদ্ভুত লাগছে যে এহেন একটি কাজ ঘটেছে ভারতের বুকে। মণিপুরে যে ঘটনা ঘটে গিয়েছে, তাতে আমি মর্মাহত। আশা করব যারা এই ঘৃণ্য কাজ করেছেন তাঁরা খুব শীঘ্রই শাস্তি পাবে। এবং সেই শাস্তি এমন হওয়া উচিত যেন কেউ আর এহেন চরম অপরাধ করার সাহস না দেখায়"। যদিও, অক্ষয়কে এতদিন পর টুইট করতে দেখে রেগে আগুন অধিকাংশ। বেশিরভাগের একটাই বক্তব্য, প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন সকলে?
সেলেবদের এই নিয়ে কথা বলার অনুমতি ছিল না? সাধারণ মানুষের অধিকাংশ দাবি করেছেন এমন ঘটনাই। কেউ কেউ তাঁকে এমনও বললেন, এর আগে আওয়াজ তুললে বোধহয় ভাল হত! ঘটনা প্রসঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কথায়, সেখানের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে কথা বলেছি। দোষীদের কোনমূল্যে রেয়াত করা হবে না।