Advertisment

করোনা আক্রান্ত অক্ষয় কুমার, মেডিকেল কেয়ারে রয়েছেন 'খিলাড়ি'

''এদিন সকালেই আমার করোনা পজিটিভ হওয়ার খবর এসেছে। সমস্ত নিয়ম মেনেই আপাতত আইসোলেশনে রয়েছি।''

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রবিবার সকালেই জানা গিয়েছে কোভিড ১৯ পজিটিভ বলিউড তারকা অক্ষয় কুমার। নিজেই ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করে একথা জানিয়েছেন আক্কি। অক্ষয় কুমার বলেছেন, ''এদিন সকালেই আমার করোনা পজিটিভ হওয়ার খবর এসেছে। সমস্ত নিয়ম মেনেই আপাতত আইসোলেশনে রয়েছি।''

Advertisment



ইনস্টা নোটে অক্ষয় আরও লেখেন, ''আমি হোম কোয়ারেন্টাইনে রয়েছি এবং সমস্ত রকম মেডিক্যাল কেয়ারের মধ্য দিয়ে যাচ্ছি। বিগত কয়েকদিন যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের অনুরোধ করছি নিজেদের করোনা পরীক্ষা করান। ভাল থাকুন। খুব তাড়াতাড়ি কাজে ফিরছি।''



নিজের পরবর্তী ছবি রাম সেতু-র শুটিং করছিলেন খিলাড়ি। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে নুসরত ব্রারুচা ও জ্যাকলিন ফার্ন্ডান্ডেসকে। একজন প্রত্নতত্ত্ববিদের চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। বহুচর্চিত এই ছবি ছাড়াও রোহিত শেট্টির সূর্যবংশী ও আনন্দ এল রাইয়ের আতরঙ্গি রে ছবিও মুক্তির দোরগোড়ায়।



আতরঙ্গি রে ছবিতে অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন ধনুস এবং সারা আলি খান। কিছুদিন আগেই ছবির ফার্স্টলুক শেয়ার করেছিলেন অভিনেতা। তবে কেবল এই দুটো প্রজেক্টই নয়, রক্ষা বন্ধন, বেল বটম এবং পিরিয়ড ড্রামা পৃথ্বীরাজ-এ দেখা যাবে নায়ককে। অ্যামজম প্রাইম সিরিজেও কাজ করতে চলেছেন তিনি। তবে আপাতত তাঁর সুস্থতা কামনায় অক্ষয়ের অনুরাগীরা।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Akshay Kumar
Advertisment