Advertisment
Presenting Partner
Desktop GIF

সপাটে চাবুক মারলেন লারা, মুখ থুবড়ে পড়লেন অক্ষয়!

কেন এই কাণ্ড করলেন তিনি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Akshay Kumar thrased into the Field while Lara slammed him

অক্ষয়-লারা

ফের একবার নতুন ছবির কাজ শুরু করেছেন অক্ষয় কুমার। মিশন রানীগঞ্জ সেভাবে মানুষের মনে জায়গা করে নিতে পারেনি। কিন্তু অক্ষয় থেমে থাকার নয়, বরং তিনি ফের নতুন কাজে।

Advertisment

অভিনেতা কাজ শুরু করেছেন ওয়েলকাম ৩ ছবির। তবে, এই ছবিতে বেশ কিছু বদল রয়েছে। কারণ, এতে উদয় এবং মজনুর চরিত্র নেই। বরং সেই জায়গায় জুড়েছেন অনেক নতুন মানুষ। অভিনেতা সেই সেট থেকেই শেয়ার করলেন একটি ভিডিও।

নিজের স্টান্ট নিজেই করেন তিনি। আর, এবার তাঁর সহ অভিনেতাদের সেই দলেই টানলেন। অভিনেতাকে যা সবক শেখালেন তাঁর কাছের বন্ধু এবং অভিনেত্রী লারা দত্ত, যে মনে রাখবেন সারাজীবন। কী এমন করলেন তিনি?

শুটিং এর একটি দৃশ্য ভাইরাল করেছেন অক্ষয় নিজেই। অভিনেতা যেটি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, অভিনেতা একটি স্টান্ট করছেন ওপর দিয়ে। লারা দাঁড়িয়ে ছিলেন তাঁর পাশেই। কিন্তু, যা কান্ড করলেন। পরিচালকের কথা মতোই তিনি, সপাটে চাবুক চালালেন লারা। আর তাতেই, উল্টে পড়ে গেলেন সোজা ওপর থেকে।

নিজেকে সামলানোর চেষ্টা করেছিলেন, তবে সেসব বৃথা গেল। বরং নিজেকে সামলাতে না পেরে উল্টে সোজা নীচে পড়লেন তিনি। আর এই ভিডিও শেয়ার করে অক্ষয় লিখলেন... একদম পাগলের কান্ড কারখানা শুরু হয়েছে। যেহেতু আমরা ওয়েলকাম টু দ্যা জঙ্গলের শুটিং শুরু করেছি। 

bollywood Entertainment News Akshay Kumar Lara Dutta
Advertisment