গত মঙ্গলবার রাতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ সেরেছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। যোগীই নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন বলিউড অভিনেতাকে। সূত্রের খবর, নয়ডায় ফিল্মসিটি তৈরির জন্যই অক্ষয়ের সঙ্গে আলোচনা সারতে তাঁকে ডেকে পাঠিয়েছিলেন যোগী। অতঃপর খিলাড়ি কুমারও সেই ডাকে সারা না দিয়ে পারেননি। যার জেরে যোগী-অক্ষয়ের সাক্ষাৎ ঘিরে কম শোরগোলও হয়নি! তবে এবার কানাঘুষো শোনা যাচ্ছে, ফিল্মসিটি নিয়ে আলোচনার পাশাপাশি অক্ষয়ের আগামী ছবি 'রাম সেতু'র (Ram Setu) শুটিং নিয়েও আলোচনা হয়েছে যোগীর সঙ্গে।
দিন কয়েক আগেই দীপাবলিতে নতুন ছবি 'রাম সেতু'র ঘোষণা করেছেন অক্ষয় কুমার। অক্ষয় এবং পরিচালক অভিষেক শর্মা দু'জনেই চান এই ছবির শুটিং হোক রিয়েল লোকেশনে। কথিত আছে, লঙ্কায় রাবণবধ করে রামের অযোধ্যায় ফেরার দিন দীপমালায় সেজে উঠেছিল গোটা অযোধ্যা। সেই উৎসবই হল দীপাবলি। রামায়ণের সেই রাম সেতুই হল অক্ষয়ের ছবির মূল বিষয়। আদতেও এই সেতু শুধুই একটি 'মিথ' না বাস্তবেও এর অস্তিত্ব রয়েছে! সিনেমার মূল চরিত্রের হাত ধরেই উঠে আসবে এই রাম সেতুর কাহিনি। অতঃপর রিয়েল লোকেশন রামের জন্মভূমি অযোধ্যাতে শুটিং করাই অভিনেতা ও পরিচালকের প্রথম পছন্দ। আর এদিন নৈশভোজে যোগীর সঙ্গে ঠিক এই বিষয়েই আলোচনা সারেন অক্ষয় কুমার। ঘনিষ্ঠ সূত্র তো অন্তত এমনটাই দাবি করছে।
পাশাপাশি এও জানা গিয়েছে যে, আগামী বছর অর্থাৎ ২০২১ সালের মাঝামাঝি শুরু হবে 'রাম সেতু'র শুটিং। অযোধ্যাতেই হবে সিনেমার সিংহভাগের শুটিং। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) নাকি অযোধ্যায় শুটিংয়ের জন্য সবুজ সংকেত দিয়ে দিয়েছেন। এছাড়াও, তিনি অক্ষয়কে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে শোনা যাচ্ছে।
দীপাবলিতে পোস্টার শেয়ার করে অক্ষয় ক্যাপশনে লিখেছেন, “এই দীপাবলিতে রামের আদর্শকে ভারতীয়দের মধ্যে উজ্জীবিত করতে আগামী প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করতে একটা সেতু নির্মাণ করা হোক। একটি বিরাট কাজ রয়েছে ভবিষ্যতের জন্য। আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা, ‘রাম সেতু’! সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা।” ছবির পোস্টারে দেখা যাচ্ছে, গলায় গেরুয়া ওড়না জড়িয়ে রয়েছেন অক্ষয় কুমার। নেপথ্যে হাতে তির ধনুক নিয়ে শ্রী রামচন্দ্রের ছবি। ছবির ক্যাপশনে লেখা, ‘কল্পনা না বাস্তব?’। ইংরাজি এবং হিন্দি দুই ভাষাতেই পোস্টার রিলিজ করা হয়েছে।