Advertisment

Akshay Kumar-Twinkle Khanna: দ্বিতীয় বিয়ে করার প্ল্যানিং অক্ষয়ের? টুইঙ্কেল বললেন, 'খবরদার! দুজনকেই খেয়ে ফেলব কিন্তু…'

akshay kumar news: এতবছরের সাংসারিক জীবন, দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত তাঁরা। অক্ষয়ের বউ এবং দুই সন্তান পড়াশোনার কাজে ব্যস্ত রাখলেও অভিনেতা নিজে কিন্তু এসবের ধারে কাছ দিয়ে যান না। আর, এবার অক্ষয় এর সঙ্গে জঙ্গলে ঘুরতে গিয়ে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Akshay Kumar to twinkle khanna after she claimed if he'll have second wife after her death, actor reacted

রেগে আগুন অক্ষয়...

নিজের ব্লগে মাঝেমধ্যেই নানা ধরনের লেখা লিখে থাকেন টুইঙ্কেল খান্না। তিনি জনপ্রিয় তাঁর হিউমারের জন্য। অক্ষয়কে নিয়েও মজা করতে দেখা যায় তাঁকে। আর, এবার তো তিনি এমন এক কথা বলেন... যাতে দাম্পত্যের ভিন্ন দিক দেখতে পারছেন অনুরাগীরা।

Advertisment

এতবছরের সাংসারিক জীবন, দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত তাঁরা। অক্ষয়ের বউ এবং দুই সন্তান পড়াশোনার কাজে ব্যস্ত রাখলেও অভিনেতা নিজে কিন্তু এসবের ধারে কাছ দিয়ে যান না। আর, এবার অক্ষয় এর সঙ্গে জঙ্গলে ঘুরতে গিয়ে তিনি দেখলেন একটি পুরুষ হাতির জন্য তাঁর সমবেদনা শেষ হচ্ছে না। তিনি স্মৃতি স্মরণ করেই বললেন...

"অক্ষয় খুব সিম্প্যাথি দেখাচ্ছিল একটি পুরুষ হাতিকে। যে ও একা একা হাঁটছে।" পেছনে মা হাতিরা তাঁদের বাচ্চাদের নিয়ে হাঁটছে। কিন্তু টুইঙ্কেলের ভাবনা চিন্তা অন্যদিকে। তাঁর কথা ঠিক এমন জায়গাতেই, যে মায়েদের সঙ্গে বাচ্চাকে রেখে পুরুষ হাতিরা খুব নিশ্চিন্তে। কিন্তু, বিবাহের এবং ভালবাসার দিক দিয়ে এ জগতে অনেক সুন্দর কিছু গল্প আছে। টিকটিক পাখিদের বিচ্ছেদের গল্প শেয়ার করে টুইঙ্কেল বলেছিলেন...

"আমি শুনেছিলাম টিকটিক পাখিদের দম্পতিদের একজন মারা গেলে অন্যজন বিষাক্ত ঘাস খেয়ে মরে যায়। আমি বলে রাখলাম তোমায়..." এরপরই মজা করে তিনি অক্ষয়ের উদ্দেশ্যে যা বললেন, তাতে চমকে যেতে হয়। টুইঙ্কেলের কথায়, আমি যদি তোমার আগে মরে যাই, তুমিও কিন্তু তাই করবে। আমি যদি দেখেছি তোমার দ্বিতীয় বউ তাঁর ঝোলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তোমাদের দুজনেরই অবস্থা শেষ। আমি দুজনকেই শেষ করে ফেলব। কিন্তু, অক্ষয় নিজেই যেন চুপ থাকতে পারলেন না।

বউ ভুলভাল বলছেন? অভিনেতার মাথা নস্ট টুইঙ্কেলের কথায়। তিনি বউয়ের এই চিন্তাভাবনায় জল ঢেলে দিয়ে বললেন, আমি এখন এই মুহূর্তে বিষাক্ত ঘাস খাব। যাতে, এসব যাচ্ছেতাই কথাবার্তা আমায় শুনতে না হয়। উল্লেখ্য, সামনেই রিলিজ তাঁর নতুন ছবি খেল খেল মের। ফের একবার মাল্টিস্টারার ছবিতে কাজ করছেন তিনি।

bollywood Twinkle Khanna Akshay Kumar Entertainment News
Advertisment