Advertisment
Presenting Partner
Desktop GIF

অজয় নয়, অক্ষয় ছিলেন 'ফুল অউর কাঁটে'-র প্রথম পছন্দ

অজয় দেবগণ ও অক্ষয় কুমার একই সঙ্গে বলিউডে পা রাখেন। ১৯৯১ সালের ছবি 'ফুল অউর কাঁটে'-র নায়কের চরিত্রের জন্য দুজনেই শেষ পর্যন্ত লড়ে গিয়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Akshay Kumar was the first choice not Ajay Devgn in Phool Aur Kante revealed the actor

'সূর্যবংশী' ট্রেলার লঞ্চে অজয় দেবগণ ও অক্ষয় কুমার। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

এই মাসেই মুক্তি পেতে চলেছে অজয় দেবগণ, অক্ষয় কুমার, রণবীর সিং ও ক্যাটরিনা কাইফ অভিনীত 'সূর্যবংশী'। শুরু হয়ে গিয়েছে ছবির প্রচার। ৪ মিনিট লম্বা ছবির ট্রেলার ভেঙে দিয়েছে 'জিরো'-র রেকর্ড। এই ট্রেলার লঞ্চে এসেই অক্ষয় কুমার সাংবাদিকদের জানালেন, তিরিশ বছর আগেকার একটি মজার ঘটনা, যা হয়তো অনেকেরই অজানা।

Advertisment

অক্ষয় কুমারের প্রথম ছবি 'সৌগন্ধ' মুক্তি পায় ১৯৯১ সালে। আর ওই বছরই মুক্তি পেয়েছিল 'ফুল অউর কাঁটে'। দুই অভিনেতাই একই সময়ে বলিউডে ব্রেক পাওয়ার জন্য লড়াই করছিলেন। 'সূর্যবংশী'-র ট্রেলার লঞ্চে এসে অক্ষয় কুমার জানালেন যে 'ফুল অউর কাঁটে'-র নায়কের চরিত্রের জন্য তিনি ছিলেন অজয় দেবগণের প্রতিদ্বন্দ্বী। বরং তিনিই নাকি ছিলেন প্রথম পছন্দ।

আরও পড়ুন: ‘আংরেজি মিডিয়াম’-এর বিশেষ গানে আলিয়া, ক্যাটরিনা, অনুষ্কা

সাংবাদিক সম্মেলনে অক্ষয় বলেন, ''আমরা দুজন একসঙ্গে আমাদের কেরিয়ার শুরু করেছি। এমনভাবেই শুরু করেছিলাম যে একটা ছবির জন্য দুজনেই লড়ে গিয়েছিলাম। প্রথম যে ছবির জন্য আমরা যাই, সেটা হল 'ফুল অউর কাঁটে'। ওই ছবিতে প্রথমে আমিই ছিলাম। পরে আমাকে ধাক্কা মেরে ছবিটা কেড়ে নিয়েছিল ও।'' বেশ মজা করেই বলেন অভিনেতা। তিন দশকে দুজনেই নিজের নিজের জায়গা তৈরি করে নিয়েছেন বলিউডে। তাই এখন এই ফিরে দেখাটা নিছকই মজার।

'ফুল অউর কাঁটে' থেকে বাদ পড়ার পরে অক্ষয়কুমার নির্বাচিত হন 'সৌগন্ধ' ছবির জন্য। এর পরে অজয় দেবগণ ও অক্ষয়কুমার একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন-- 'সুহাগ', 'খাকি' ও 'ইনসান'। চতুর্থ ছবিটি আসছে এই মাসের শেষে-- 'সূর্যবংশী'। রোহিত শেট্টির পুলিশ দুনিয়ায় অজয় দেবগণ এন্ট্রি নিয়েছেন আগেই 'সিংহম' চরিত্রে। আর অক্ষয় কুমার হলেন নবতম সংযোজন-- 'সূর্যবংশী' চরিত্রে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood movie Akshay Kumar
Advertisment