Advertisment
Presenting Partner
Desktop GIF

Ali Richa named their Baby: 'একদম মির্জাপুরের গুড্ডু...', স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে, মেয়ের কী নাম রাখলেন আলি-রিচা?

Ali and Richa's daughter: পরিবারের উপস্থিতিতে ভারতীয় বিশেষ ম্যারেজ আইন মেনেই গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। জানিয়ে দিলেন তাদের মেয়ের নাম কী রেখেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
richa chadda ali fazal baby

Ali-Richa's Baby: মেয়ের কি নাম রাখলেন আলি-রিচা?

অভিনেতা আলী ফজল এবং রিচা চাড্ডা মাস দুয়েক আগেই তাঁদের সন্তান আসার সুখবর দিয়েছিলেন। কন্যা সন্তানের বাবা মা হয়েছেন তাঁরা একথা অনেকেই জানেন। কিন্তু, এখনও সকলের চোখের আড়ালে রেখেছেন একরত্তিকে।

Advertisment

আর এবার জানিয়ে দিলেন তাঁর নাম কী রেখেছেন। মেয়েকে নিয়ে সময় এখন কোথা দিয়ে পার হয়ে যাচ্ছে, সেটা বুঝেই উঠতে পারছেন না। এমন একটি পোস্ট করেছিলেন তাঁরা, যে মেয়ে এখন খুব ব্যস্ত রাখছেন তাঁদের। একথা অনেকেরই অজানা হয়, জন্মগত সূত্রে আলি ইসলাম ধর্মাবলম্বী এবং রিচা শিখ ধর্মের অন্তর্গত।

অভিনেত্রী একসময় এমনও জানিয়েছিলেন যে তিনি খুব একটা ধর্ম সংক্রান্ত বিষয়ে মাথা ঘামান না। তাঁদের বিয়েও হয়েছিল বিশেষ আইন মেনে। দিল্লিতে পরিবারের উপস্থিতিতে ভারতীয় বিশেষ ম্যারেজ আইন মেনেই গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। জানিয়ে দিলেন তাদের মেয়ের নাম কী রেখেছেন।

মেয়ের দু মাস বয়স। রিচা এবং আলী জানিয়েছেন তাঁদের মেয়ের নাম, জুনেরা ইদা ফজল। এমনকি মেয়েকে নিয়ে এক অদ্ভুত কথাও বলে বসেছেন রিচা। একদিকে যেমন আলী জানিয়েছিলেন, তিনি এখন বুঝতে পারছেন যে একটি সন্তানের জন্ম ঠিক কীভাবে আপনাকে পাল্টে ফেলতে পারে। মেয়ে আসার পর কাজে ঠিক করে মন বসাতে পারেন না। খালি তাঁকে দেখতেই মন চায়।

অন্যদিকে, রিচা মজার সুরেই জানান তাঁদের মেয়েকে ঠিক কেমন দেখতে হয়েছে। অভিনেত্রীর কথায়, তাঁদের মেয়েকে একদম গুড্ডু পন্ডিতের মত দেখতে না? গুড্ডু পন্ডিতের ভূমিকায় আলি মির্জাপুর সিরিজে অভিনয় করেছিলেন। তাহলে কি একেবারে বাবার মতোই দেখতে তাঁকে? চর্চা তেমনই।

উল্লেখ্য, আলি আন্তর্জাতিক স্তরে অনেক জায়গাতেই কাজ করেছেন। অন্যদিকে, রিচাকে শেষ দেখা গিয়েছে সঞ্জয় লীলা বানসালির শেষ সিরিজ 'হিরামান্ডিতে'।

Richa Chadha Ali Fazal Bollywood Celeb Home bollywood bollywood actress
Advertisment